মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ০০:০০ টা

সাইফুদ্দিনের স্বপ্নপূরণ

সাইফুদ্দিনের স্বপ্নপূরণ

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চাপের মুখে অবিশ্বাস্য ব্যাটিং করেন সাকিব আল হাসান। সিরিজ জেতানোর ম্যাচে খেলেছিলেন ৯৬ রানের হার না মানা ইনিংস। সেঞ্চুরি করতে না পারার আক্ষেপ থাকছে সাকিবের। কিন্তু জয়ের নায়ক সাকিব ম্যাচ শেষে কৃতিত্ব দিয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে।

সাইফুদ্দিনও বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গী হয়ে ম্যাচ জিতিয়ে নিজের স্বপ্ন পূরণ করেছেন। হারারেতে দ্বিতীয় ওয়ানডেতে ২৪১ রান তাড়া করতে নেমে ১৭৩ রানে ৭ উইকেট হারিয়ে কোণঠাসা যখন তামিম বাহিনী তখন সাকিবের সঙ্গে জুটি বাঁধেন সাইফুদ্দিন। শেষ ওভারে জয় তুলে নেওয়ার আগে দুজনে অষ্টম উইকেট জুটিতে যোগ করেন ৬৯ রান। সাকিব ৯৬ রানে অপরাজিত থাকেন। সাইফ অপরাজিত থাকেন ২৮ রানে। ৩৪ বলের ইনিংসটি ছিল প্রত্যয়ী। একটি মাত্র চার ছিল ইনিংসটিতে। অষ্টম উইকেটে ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে সাকিবকে নিয়ে জয় পাওয়ায় উচ্ছ্বসিত সাইফ, ‘অনেক চাপ ছিল। তবে সময়টার জন্য আমি প্রস্তুত ছিলাম। হবে কি হবে না, পরের ব্যাপার। কিন্তু চেষ্টা ছিল শেষ পর্যন্ত দেখার। ৭০ রানের (৬৯ রান) মতো দরকার ছিল। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল সাকিব ভাইয়ের সঙ্গে জুটি গড়ে দলকে জেতানো। আগেও হয়তো কয়েকবার বলেছি। সুযোগটা কাল এসেছে। স্মরণীয় করে রাখতে নিজের সর্বোচ্চ চেষ্টা করেছি।’

সর্বশেষ খবর