শিরোনাম
শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা
টোকিও অলিম্পিক ২০২০

পর্দা উঠল অলিম্পিক গেমসের

অলিম্পিকে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

পর্দা উঠল অলিম্পিক গেমসের

টোকিও অলিম্পিকের প্রথমদিনেই যাত্রা করেছে বাংলাদেশ। রোমান সানা ও দিয়া সিদ্দিকী আশার আলো জ্বালিয়েছেন। দুজন মিলে ঠাঁই করে নিয়েছেন মিশ্র দলগত ইভেন্টে। এবারের অলিম্পিকে বাংলাদেশের মোট ছয়জন অ্যাথলেট অংশ নিচ্ছেন। তারা চারটি খেলায় প্রতিদ্ধন্ধিতা করবেন।

আর্চারিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। গতকাল র‌্যাঙ্কিং রাউন্ডে খেলতে নেমে দুজনেই ভালো ফল করেছেন। ক্যারিয়ার সেরা স্কোর করেছেন দিয়া সিদ্দিকী। রোমান সানা ক্যারিয়ার সেরা স্কোর করতে ব্যর্থ হলেও ১৭তম হয়েছেন ৬৪ জনের মধ্যে। আর্চারিতে তিনটি ইভেন্টে লড়াই করবেন রোমান ও দিয়া (রিকার্ভ পুরুষ ব্যক্তিগত, রিকার্ভ নারী ব্যক্তিগত ও রিকার্ভ মিশ্র দলগত)। মিশ্র দলগত ইভেন্টে আজ লড়াইয়ে নামছেন দুজন। অ্যাথলেটিকসে অংশ নিচ্ছেন মোহাম্মদ জহির রায়হান। তিনি ১ আগস্ট ৪০০ মিটারে দৌড়াবেন। শুটিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আবদুল্লাহ হেল বাকি। তিনি ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে লড়াই করবেন কাল। এ ছাড়া সাঁতারে লড়াই করবেন মোহাম্মদ আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ।

সর্বশেষ খবর