শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

এক ক্যাচেই শামীমকে নিয়ে তোলপাড়

দ্বিতীয় টি-২০-তে হার

ক্রীড়া প্রতিবেদক

এক ক্যাচেই শামীমকে নিয়ে তোলপাড়

ভিসা জটিলতায় একটু দেরিতে জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দেন তরুণ ক্রিকেটার শামীম হোসেন পাটোয়ারী। তাকে নেওয়া হয়েছে মূলত টি-২০ সিরিজের জন্য। সিরিজের প্রথম ম্যাচ খেলার কোনো সুযোগ হয়নি শামীমের। না খেলেও জয়ের ম্যাচে অবদান ছিল তার। ম্যাচে জিম্বাবুয়ের স্কোর যখন ৬ উইকেটে ১৪৩, তখনই বার্লের দুর্দান্ত এক ক্যাচ নেন শামীম। সাইফুদ্দিনের অফ স্ট্যাম্পের বাইরের বলকে ওয়াইডিস মিড উইকেটে খেলেন, লং অন থেকে প্রায় ১০-১৫ মিটার দৌড়ে দুর্দান্ত এক ক্যাচ নেন। আউট হওয়ার পর বার্ল অনেকটা সময় দাঁড়িয়েছিলেন ক্রিজে। তরুণ শামীম ক্যাচটি ধরেন পুরোপুরি অ্যাথলেট ফিটনেসে। গতকাল সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে অভিষেক হয় শামীমের। যুব বিশ্বকাপজয়ী শামীম শুরুতে বল হাতে এক ওভারে ৭ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য। ব্যাটিংয়ে নামেন ৮ নম্বরে। দলের স্কোর যখন ৮.৪ ওভারে ৫ উইকেটে ৫৩, তখন ব্যাট করতে আসেন। সাঝঘরে ফেরেন ১৫.১ ওভারে। দলের স্কোর তখন ৭ উইকেটে ১০৯ রান। সাজঘরে ফেরার আগে শামীম ২৯ রান করেন মাত্র ১৩ বলে। যাতে ছিল তিনটি ছক্কা ও দুটি চার। প্রথমে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান করে। জবাবে ১৯.৫ ওভারে ১৪৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আগামীকাল সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। জয়ী দল সিরিজ জিতবে।

সর্বশেষ খবর