শিরোনাম
শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ নিয়ে শঙ্কা!

ক্রীড়া ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের একজন স্টাফের করোনা পজিটিভের সংবাদে স্থগিত হয়ে যায় অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় ওয়ানডে। করোনার জন্য ম্যাচটি স্থগিত হলে শঙ্কায় পড়ে গেছে সিরিজের ভবিষ্যৎ। শুধু অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ভবিষ্যৎই এতে শঙ্কায় পড়েনি, বাংলাদেশের বিপক্ষে ৫ ম্যাচের টি-২০ সিরিজও শঙ্কায় পড়ে গেছে। এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ার মিডিয়া। তৃতীয় ওয়ানডে খেলেই ওয়েস্ট ইন্ডিজ থেকে সরাসরি ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়ার। এখন করোনা পরীক্ষা করা হবে। এর ওপরই অনেকটা নির্ভর করছে দলটির ঢাকা আসার কথা। এমন শঙ্কার পরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুই দলের টি-২০ সিরিজের আইটিনারি প্রকাশ করেছে। সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এবং দিবা-রাত্রির। ম্যাচ পাঁচটি যথাক্রমে ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট অনুষ্ঠিত হবে। দুই দলের ম্যাচ বাতিল করা না হলেও ‘সিডনি মর্নিং হেরাল্ড’ ও ‘ফক্স স্পোর্টস’ জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজ দলের এক সাপোর্ট স্টাফের করোনা পজিটিভ হওয়ায় এখন অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরও জটিলতার মুখে পড়তে পারে। এ ছাড়া এ সিরিজ শেষে পাঁচ ম্যাচ টি-২০ ও দুটি টেস্ট খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে আসবে পাকিস্তান।

সর্বশেষ খবর