সোমবার, ২৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

পেশাদার লিগ নিয়ে টালবাহানা

ক্রীড়া প্রতিবেদক

গেল মৌসুমে করোনাভাইরাসের কারণে পেশাদার লিগ মাঠে গড়িয়েও বাতিল হয়। অবশ্য ক্লাবগুলোর সিদ্ধান্তে লিগ কমিটি তা মেনে নেয়। এবার শেষের দিকে এসেও বার বার লিগ থেমে যাচ্ছে। এ নিয়ে চার বার। করোনায় স্বাস্থ্যবিধি মেনেই ফুটবলে এ আসর শুরু হয়। নানা কারণে লিগ বন্ধ হলেও দ্বিতীয় লেগ এখন শেষ পর্যায়ে। কেউ ১৮ বা ১৭টি করে ম্যাচ খেলে ফেলেছে। এক মাস টানা খেলা হলে লিগ শেষ করাটা কোনো কষ্টকর নয়। অথচ এ নিয়ে যেন টালবাহানা শুরু হয়ে গেছে। কোনো মহল নাকি এ নিয়ে ষড়যন্ত্রের জাল বুনছে। কারণ শিরোপা জয়ের সম্ভাবনা নেই তাদের।

বাফুফে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী অবশ্য বলছেন, ‘নানা কারণে লিগ মাঝে মধ্যে বন্ধ থাকছে। এবার অবশ্যই লিগ শেষ হবে। ষড়যন্ত্র বলাটা হাস্যকর।’ তাই যদি হয় তাহলে কোনো কোনো ক্লাব করোনাভাইরাসের কারণ দেখিয়ে না খেলার টালবাহানা করছে কেন? সালাম বলেছেন, আমার জানা মতে কোনো ক্লাবই এ ধরনের কথা বলেনি। ৩০ জুলাই থেকে দ্বিতীয় লেগের বাকি অংশ শুরু হবে। লিগ কমিটি চাচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশাপাশি বেরাইদ ফর্টেস ও কমলাপুরে ম্যাচ আয়োজনে। কিছু ক্লাব বঙ্গবন্ধু ছাড়া অন্য ভেন্যুতে খেলতে রাজি নয়। এমন পরিস্থিতিতে লিগ শেষ করা নিয়ে শঙ্কা  দেখা দিয়েছে।

সর্বশেষ খবর