মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

এবার টার্গেট অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ে সফর শেষ বাংলাদেশ ক্রিকেট দলের। দুরন্ত পারফরম্যান্স করে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজ জিতেছে টাইগাররা। সফর শেষ করে ২৯ জুলাই বৃহস্পতিবার সকালে ঢাকায় পা রাখার কথা টাইগার ক্রিকেটারদের কথা। একইদিন বিকালে ৫ ম্যাচ টি-২০ সিরিজ খেলতে বার্বাডোজ থেকে লন্ডন ও দোহার হয়ে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। বর্তমানে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ওয়ানডে সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ডান হাঁটুতে ব্যথা পাওয়ায় অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ সফরে আসবেন না। নিয়মিত অধিনায়ক ছাড়া টাইগারদের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ৩ আগস্ট। সবার শেষ ম্যাচ ৯ আগস্ট। ১০ আগস্ট অসিরা ঢাকা ছাড়বে। ঢাকায় পৌঁছেই দলটি উঠে যাবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। সেখানে শুধু দুই দলের ক্রিকেটার, স্টাফ ও  আম্পায়ার, ম্যাচ রেফারিরা থাকবেন। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে শুরুর ঠিক আগে সংবাদ প্রকাশিত হয় একজন করোনা আক্রান্ত হয়েছেন। এই সংবাদে ম্যাচটি স্থগিত হয়ে যায়। দুই দলের ১৫২ জন ক্রিকেটার ও স্টাফদের করোনা পরীক্ষা করানোর সবাই নেগেটিভ হন। এরপর খেলতে নামে দুই দল এবং হতাশার কালো মেঘ সরে যায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-২০ সিরিজের আকাশ থেকে। ক্যারিবীয়দের বিপক্ষে অসিদের খেলতে নামার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) হাফ ছেড়ে বাঁচে। সফরে আসছেন না অস্ট্রেলিয়ার প্রথম সারির ক্রিকেটার স্টিভ স্মিথ, ডেভিড স্মিথ, প্যাট কামিন্স, গ্লেন ম্যাক্সওয়েলরা। দলটি সম্প্রতি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে। বাংলাদেশ খর্ব শক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ে নামবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে।

সর্বশেষ খবর