মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

টোকিও অলিম্পিক

টোকিও অলিম্পিক

অলিম্পিক ফুটবল

জাপান ২-১ মেক্সিকো

রুমানিয়া ০-৪ দক্ষিণ কোরিয়া

অস্ট্রেলিয়া ০-১ স্পেন

সৌদি আরব ২-৩ জার্মানি

 

অলিম্পিক টেনিস

নাওমি ওসাকা ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন ভিক্টোরিয়া গুলুবিচকে।

বারবারা ক্রেজিকোভা ৬-২, ৬-৪ গেমে হারিয়েছেন লেইলাহ ফার্নান্দেজকে।

এলেনা রিবাকিনা ৬-২, ৬-৩ গেমে হারিয়েছেন রেবেকা পিটারসনকে।

গারবিন মুগুরুজা ৬-৩, ৬-০ গেমে হারিয়েছেন ওয়াঙ কিয়ানকে।

ক্যারোলিনা প্লিসকভা ৬-৩, ৬-৭, ৬-১ গেমে হারিয়েছেন কার্লা সুয়ারেজকে।

এলিনা সভিতলিনা ৪-৬, ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন আয়লাকে।

পাওলা ব্যাডোসা ৬-৩, ৭-৬ গেমে হারিয়েছেন ইগা সোয়াটেককে।

নোভাক জকোভিচ ৬-৪, ৬-৩ গেমে হারিয়েছেন হান লেনার্ডকে।

 

অলিম্পিক শুটিং

ছেলেদের স্কিট ইভেন্টে যুক্তরাষ্ট্রের ভিনসেন্ট হ্যানকক সোনা জিতেছেন।

মেয়েদের স্কিট ইভেন্টে যুক্তরাষ্ট্রের অ্যাম্বার ইংলিশ সোনা জিতেছেন।

 

অলিম্পিক সাঁতার

ছেলেদের চার গুণিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে যুক্তরাষ্ট্রের সোনা জয়।

ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে গ্রেট ব্রিটেনের অ্যাডাম পিটির সোনা জয়।

মেয়েদের ১০০ মিটার বাটারফ্লাইয়ে কানাডার ম্যাগি ম্যাকনেইলের সোনা জয়।

মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে অস্ট্রেলিয়ার অ্যারিয়ার্নে টিটমুসের সোনা জয়।

 

অলিম্পিক ডাইভিং

ছেলেদের সিনক্রোনাইজড ১০ মিটার প্ল্যাটফর্মে সোনার পদক জিতেছেন গ্রেট ব্রিটেনের টম ড্যালি।

 

অলিম্পিক জুডো

মেয়েদের ৫৭ কেজি ওজনশ্রেণিতে কসভোর নোরা গিয়াকভার সোনা জয়।

 

কনকাকাফ গোল্ড কাপ

যুক্তরাষ্ট্র ১-০ জ্যামাইকা

কোস্টারিকা ০-২ কানাডা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর