বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

সাঁতারে সেই আগ্রাসী কেটি

ক্রীড়া ডেস্ক

সাঁতারে সেই আগ্রাসী কেটি

অলিম্পিকের অন্যতম সেরা আকর্ষণ সাঁতার। সুইমিংপুলে সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যই দেখা যায়। তবে এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। সাঁতারের ৩৫টি ইভেন্টের মধ্যে শেষ হয়েছে ১৭টি। ৪টি করে সোনার পদক জিতে সমান্তরালে আছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া দল। মাইকেল ফেলপসের অনুপস্থিতি ও কেটি লেদেকির অফ ফর্ম যুক্তরাষ্ট্রকে বেশ ভোগাচ্ছে। রিও অলিম্পিকে তারা ১৬টি সোনার পদক তুলেছিল সুইমিং পুল থেকে।

মার্কিন যুক্তরাষ্ট্রের কেটি লেদেকি গতবার ২০০, ৪০০ ও ৮০০ মিটার ফ্রিস্টাইলের পাশাপাশি চার গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইলেও সোনার পদক জিতেছিলেন। এবার ২০০ ও ৪০০ মিটারে হেরেছেন তিনি অস্ট্রেলিয়ান মেয়ে আরিয়ার্নে টিটমুসের কাছে। গতকাল অলিম্পিক রেকর্ড গড়ে ২০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতেছেন টিটমুস। এই ইভেন্টে লেদেকি পঞ্চম হয়েছেন। তবে গতকালই টোকিও অলিম্পিকে নিজের প্রথম সোনা জিতেছেন লেদেকি। এবারেও মেয়েদের ১৫০০ মিটার ইভেন্ট শুরু করেছে অলিম্পিক কর্তৃপক্ষ। আর প্রথমবারেই বাজিমাত করলেন কেটি লেদেকি। ফাইনালে ১৫ মিনিট ৩৭.৩৪ সেকেন্ড টাইমিং করে সোনা জিতেছেন তিনি। এই ইভেন্টে যুক্তরাষ্ট্রের এরিকা সুলিভান রুপা ও জার্মানির সারাহ কোহলার ব্রোঞ্জ পদক জিতেছেন। ১৫০০ মিটারের হিটেই অলিম্পিক রেকর্ড গড়েছেন কেটি লেদেকি (১৫ মিনিট ৩৫.৩৫ সেকেন্ড)। বিশ্ব রেকর্ডও তারই দখলে (১৫ মিনিট ২০.৪৮ সেকেন্ড)। এখনো ৮ মিটার ফ্রিস্টাইল ও দলগত ইভেন্ট বাকি লেদেকির। গতবার চারটি সোনা জেতা মেয়ে এবার কটি জেতেন দেখা যাক!

এদিকে গতকাল ছেলেদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে হাঙ্গেরির ক্রিস্টোফ মিলাক সোনা জিতেছেন অলিম্পিক রেকর্ড গড়ে (১ মিনিট ৫১.২৫ সেকেন্ড)। ছেলেদের চার গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ইউরোপিয়ান রেকর্ড (৬ মিনিট ৫৮.৫৮ সেকেন্ড) গড়ে সোনা জিতেছে গ্রেট ব্রিটেন। সাঁতারে চমক দেখাচ্ছেন স্বাগতিক জাপানের মেয়ে ইউই ওহাশিও। তিনি ৪০০ মিটার ব্যক্তিগত মিডলের পর এবার ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতেও সোনা জিতেছেন। গতকাল পঞ্চম দিন শেষে পদক তালিকায় শীর্ষস্থান দখলে রেখেছে জাপান।

 

ফুটবল

রুমানিয়া ০-০ নিউজিল্যান্ড

দক্ষিণ কোরিয়া ৬-০ হন্ডুরাস

সৌদি আরব ১-৩ ব্রাজিল

জার্মানি ১-১ আইভরি কোস্ট

 

টেনিস

নোভাক জকোভিচ ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন আলেসান্দ্রো ডেভিডোভিচকে।

কেই নিশিকুরি ৭-৬, ৬-০ গেমে হারিয়েছেন ইলিয়া ইভাশকাকে।

আলেক্সান্ডার জেভরভ ৬-৪, ৭-৬ গেমে হারিয়েছেন নিকোলাজ বাসিলাশভিলিকে।

ক্যারেন খাচানভ ৬-১, ২-৬, ৬-১ গেমে হারিয়েছেন দিয়েগো শোয়ার্টজম্যানকে।

উগো হুমবার্ট ২-৬, ৭-৬, ৬-২ গেমে হারিয়েছেন স্টেফানোস সিতসিপাসকে।

ড্যানিল মেদভেদেভ ৬-২, ৩-৬, ৬-২ গেমে হারিয়েছেন ফ্যাবিও ফগনিনিকে।

বেলিন্ডা বেনচিচ ৬-০, ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন আনাস্তাসিয়াকে।

এলেনা রিবাকিনা ৭-৫, ৬-১ গেমে হারিয়েছেন গারবিন মুগুরুজাকে।

এলিনা সভিতলিনা ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন ক্যামিলাকে।

 

সাঁতার

ছেলেদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে হাঙ্গেরির ক্রিস্টোফ মিলাকের সোনা জয়।

ছেলেদের চার গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে গ্রেট ব্রিটেনের সোনা জয়।

মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইলে অস্ট্রেলিয়ার আরিয়ার্নে টিটমুসের সোনা জয়।

মেয়েদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে যুক্তরাষ্ট্রের কেটি লেদেকির সোনা জয়।

মেয়েদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে জাপানের ইউই ওহাশির সোনা জয়।

 

সাইক্লিং

ছেলেদের রোড টাইম ট্রায়ালে স্লোভেনিয়ার প্রিমোজ রোগলিকের সোনা জয়।

মেয়েদের রোড টাইম ট্রায়ালে নেদারল্যান্ডসের অ্যানেমিয়েক ফন ভিøউটেনের সোনা জয়।

 

রোয়িং

ছেলেদের ডাবল স্কালসে ফ্রান্সের সোনা জয়।

ছেলেদের দলগত স্কালসে নেদারল্যান্ডসের সোনা জয়।

ছেলেদের দলগত কোক্সলেসে অস্ট্রেলিয়ার সোনা জয়।

মেয়েদের ডাবল স্কালসে রুমানিয়ার সোনা জয়।

মেয়েদের দলগত স্কালসে চীনের সোনা জয়।

মেয়েদের দলগত কোক্সলেসে অস্ট্রেলিয়ার সোনা জয়।

 

অলিম্পিক জুডো

ছেলেদের ৯০ কেজি ওজনশ্রেণিতে জর্জিয়ার লাশা বেকাউরির সোনা জয়।

মেয়েদের ৭০ কেজি ওজনশ্রেণিতে জাপানের চিজুরু আরাইয়ের সোনা জয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর