শুক্রবার, ৩০ জুলাই, ২০২১ ০০:০০ টা

পারলেন না দিয়া

ক্রীড়া প্রতিবেদক

সাঁতারে আজ বাংলাদেশের হিট। ৫০ মিটার পুরুষ ফ্রি স্টাইলে আরিফুল ইসলাম ও মেয়েদের একই ইভেন্টে জুনাইনা আহমেদ পুলে নামবেন। ১ আগস্ট ৪০০ মিটার হিটে দৌড়াবেন জহির রায়হান। তিন প্রতিযোগীর ইভেন্ট বাকি থাকলেও মূলত বাংলাদেশের অলিম্পিক শেষই হয়ে গেছে বলা যায়। বিশ্বসেরা এ গেমসে বাংলাদেশ কখনো পদক জেতেনি। টোকিও অলিম্পিকে আর্চারি ঘিরেই স্বপ্ন ছিল। মিশ্র দলগত ও রিকার্ভ একক ইভেন্টে রোমান সানা ও দিয়া সিদ্দিকী বিদায় নেওয়ায় পদক জয়ের আশা শেষ হয়ে গেল। শুটার আবদুল্লাহ হেল বাকিও বিদায় নিয়েছেন। সাঁতার ও অ্যাথলেটিকসে কতদূর যাবে তা বলা না গেলেও এটা নিশ্চিত যে পদক আর গলায় ঝুলবে না। সুতরাং আরেকটি অলিম্পিকে পদকশূন্য থাকছে বাংলাদেশ।

মিশ্র দলগত বিভাগে ব্যর্থ হওয়ার পরও দৃষ্টি ছিল রোমান ও দিয়ার দিকে। কানাডার প্রতিপক্ষের কাছে হেরে রোমান সেরা ষোলোতেও উঠতে পারেননি। শেষ ভরসা ছিল নারী আর্চার দিয়া সিদ্দিকীকে ঘিরে। গতকাল তিনিও শূন্য হাতে বিদায় নিলেন। ৩২তম রাউন্ডে দিয়া হেরে যান বেলারুশের ক্যারিনা ডিসি ও সিনস্থায়ারের কাছে।

রোমান যেমন দুর্ভাগ্যক্রমে ১ পয়েন্টে হারেন, দিয়াও তাই। সমানতালে লড়াই করেও শেষ পর্যন্ত টাইব্রেকারে হেরে যান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর