শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে লিগ স্থগিত!

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের জন্য ১০ দিনের বিরতি দিয়ে গতকাল মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। ম্যাচ খেলতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রহমতগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়ন এবং কমলাপুর স্টেডিয়ামের উপস্থিত হয়েছিল উত্তর বারিধারা ও চট্টগ্রাম আবাহনী। চার দল যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক এক ঘণ্টা আগে ৩০ জুলাই থেকে লিগের অবশিষ্ট খেলা স্থগিত করেছে। বাফুফে সিনিয়র সহসভাপতি ও পেশাদার লিগ কমিটি চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদি জানান, লিগ বন্ধ করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশে, ‘ঈদের পর ২৪ জুলাই থেকে লিগ পুনরায় শুরু করতে চেয়েছিলাম। কিন্তু দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় করা যায়নি।’

 মাঝে পরিস্থিতির কিছু উন্নতি হলে পুনরায় ৩০ জুলাই শুরু করতে চেয়েছিলাম। কিন্তু সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে লিগ স্থগিত করতে হয়েছে।’ তবে ৫ আগস্ট লকডাউন উঠে যাওয়ার পর পুনরায় লিগ শুরুর সম্ভাবনা উজ্জ্বল। ১৯ জুলাই লিগ বন্ধ হওয়া পর্যন্ত ১৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে বসুন্ধরা কিংস।

সর্বশেষ খবর