শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

হিটেই স্বপ্নের মৃত্যু জুনাইনা-আরিফুলের

ক্রীড়া প্রতিবেদক

আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ বাংলাদেশের দুই সাঁতারু। দুজনেরই টোকিও অলিম্পিক শেষ। গতকাল টোকিও অ্যাকুয়াটিকস কমপ্লেক্সে সাঁতারের সবচেয়ে আকর্ষণীয় ৫০ মিটার ফ্রিস্টাইলের হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের দুই সাঁতারু। বাদ পড়লেও দুজনেই নিজেদের ব্যক্তিগত সেরা সময় নিয়েছেন। অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করেন আরিফুল। গতকাল তিনি পুরুষদের ৫০ মিটার ফ্রি স্ট্রাইলে হিটে আট প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়েছেন ২৪.৮১ সেকেন্ড সময়ে। তার আগের সেরা সময় ছিল ২০১৯ সালে গুয়াংজু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে, ২৪.৯২ সেকেন্ড। দুই বছরে ১৮ বছর বয়সী আরিফুলের সময় উন্নতি হয়েছে ০.১১ সেকেন্ড। বাংলাদেশের আরেক সাঁতারু জুনাইনাও ক্যারিয়ার সেরা সময় নেন। মহিলাদের ৫০ মিটার ফ্রিস্টাইলের ৩ নম্বর হিটে তিনি ৮ প্রতিযোগীর মধ্যে পঞ্চম হয়েছেন। বাদ পড়লেও সময় নেন ২৯.৭৮ সেকেন্ড। ব্রিটেনে জন্ম নেওয়া জুনাইনার আগের সেরা সময় ছিল ৩০.৯৬ সেকেন্ড, ২০১৯ সালে গুয়াংজু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে। তার হিটে সেরা সময় নিয়েছেন কাজাখস্তানের আনাস্তাসিয়া তাইরিনা ২৯.০৫ সেকেন্ড। আরিফুল ও জুনাইনার বিদায়ে টোকিও অলিম্পিকে শেষ হয়েছে বাংলাদেশের সাঁতার ডিসিপ্লিন। এর আগে শেষ হয়েছে আর্চারি ও শুটিং। এখন বাকি আছে শুধু অ্যাথলেটিক্স ডিসিপ্লিনের ৪০০ মিটার ইভেন্ট। বাংলাদেশের পক্ষে দৌড়াবেন জহির রায়হান। আগামীকাল তার হিট।

সর্বশেষ খবর