সোমবার, ২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

পুল থেকে পাঁচ সোনা ড্রেসেলের

ক্রীড়া ডেস্ক

পুল থেকে পাঁচ সোনা ড্রেসেলের

২০১২ লন্ডন অলিম্পিকে ৮ সোনা জিতে ইতিহাস গড়েন মাইকেল ফেলপস। ১৯৭২ সালে মিউনিখ অলিম্পিকে ৭ সোনা জিতেছিলেন আরেক মার্কিন সাঁতারু মার্ক স্পিৎজ। ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে ৫টি জিতেছিলেন ম্যাটও বিয়ন্ডি। তিন মার্কিন সাঁতারুর যোগ্য উত্তরসূরি হিসেবে টোকিও অলিম্পিক আলোকিত করেছেন সেলেব ড্রেসেল। ক্যারিয়ারের দ্বিতীয়বার অলিম্পিক খেলতে নেমে ৫ সোনা জিতে নতুন ইতিহাস গড়েছেন তিনি। চলতি অলিম্পিকে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি সোনা জিতেছেন ড্রেসেল। ৫ সোনার দুটি বিশ্বরেকর্ড এবং দুটি অলিম্পিক রেকর্ড। একটিতে শুধু কোনো রেকর্ড হয়নি। অবশ্য আরেকটি ইভেন্টে অংশ নিয়েছিলেন। কিন্তু ৪ গুনীতক ১০০ মিটার মিশ্র মিডলেতে পঞ্চম হয় যুক্তরাষ্ট্র। ফলে ছয়ে ছয় সোনা জেতা হয়নি ড্রেসেলের।

পাঁচ সোনার মধ্যে ড্রেসেল ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন ৫০ মিটার ফ্রিস্টাইলে ২১.০৭ সেকেন্ডে অলিম্পিক রেকর্ড গড়ে। ১০০ মিটার বাটারফ্লাইয়ে বিশ্বরেকর্ড গড়েন ৪৯.৪৫ সেকেন্ডে এবং ১০০ মিটার ফ্রিস্টাইলে ৪৭.০২ সেকেন্ডে অলিম্পিক রেকর্ড গড়েন। এছাড়া ৪ গুনীতক ১০০ মিটার মিডলেতে ৩ মিনিট ২৬.৭৮ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতে বিশ্বরেকর্ড গড়ে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই দলের সদস্য ছিলেন ড্রেসেল। এছাড়া ৪ গুনীতক ১০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতে মার্কিন দল ৩ মিনিট ০৮.৯৭ সেকেন্ড সময়ে। ড্রেসেল ২০১৬ সালে অলিম্পিকে প্রথমবার খেলতে আসেন। সেবার অলিম্পিককে বিদায় জানান কিংবদন্তির সাঁতারু ফেলপস। সেবারই শুরু ড্রেসেলের। দ্বিতীয় আসরেই ৫ সোনা জিতে অলিম্পিক ইতিহাসে নাম লিখে ফেলেন সোনার হরফে। ড্রেসেলের দুর্দান্ত পারফরম্যান্সে ৩৫ সোনার ১১টি জিতে সবার উপরে মার্কিন যুক্তরাষ্ট্র্র।

সর্বশেষ খবর