শিরোনাম
সোমবার, ২ আগস্ট, ২০২১ ০০:০০ টা
এএফসি কাপ ফুটবল

এবার বিদেশে চোখ বসুন্ধরা কিংসের

ক্রীড়া প্রতিবেদক

ঘর ছেড়ে বসুন্ধরার চোখ এবার দেশের বাইরে ফুটবলে। কিছুদিন পরই আন্তর্জাতিক ফুটবলে বসুন্ধরার দেখা মিলবে। ১৮ আগস্টেই মালদ্বীপের মালেতে স্বাগতিক মাজিয়ার বিপক্ষে এএফসি কাপের প্রথম ম্যাচ বাংলাদেশ চ্যাম্পিয়নদের। এটিই হবে বিদেশের মাটিতে প্রথম ম্যাচ। ‘ডি’ গ্রুপে অপর দল হচ্ছে ভারতখ্যাত এ টি কে মোহনবাগান। তাছাড়া ১৫ আগস্ট প্লে-অফ ম্যাচে বেঙ্গালুরু ও ঈগলস লড়বে। যারা জিতবে তারা চতুর্থ দল হিসেবে গ্রুপে সুযোগ পাবে। ২১ আগস্টেই প্লে-অফে বিজয়ী দলের সঙ্গে বসুন্ধরার দ্বিতীয় ম্যাচ। ২৪ আগস্ট মোহনবাগানের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে লড়বে বসুন্ধরা কিংস।

১২ আগস্টেই বসুন্ধরার ফুটবলাররা মালদ্বীপে উড়ে যাবেন। মালেতে কোয়ারেন্টাইনে থাকতে হবে না। তবে করোনা পরীক্ষার পজেটিভ শনাক্ত হলে ওই খেলোয়াড় আইসোলেশনে থাকবেন। অবশ্য দেশ ছাড়ার আগে কর্মকর্তা, কোচ ও ফুটবলারদের করোনা পরীক্ষা করা হবে।  গ্রুপপর্ব পার হলে ইন্টারজোন সেমিতে উঠবে কিংস। এএফসি কাপে বসুন্ধরা কিংস বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে।

২০১৯ সালে কিংস এএফসি কাপে সুযোগ পেয়েছিল। ঢাকায় গ্রুপের প্রথম ম্যাচেই আর্জেন্টিনার বার্কোসের হ্যাটট্রিকে ৫-১ গোলে হারায় মালদ্বীপ টিসি স্পোটর্সকে। বার্কোস নেই আছেন আরেক আর্জেন্টাইন রাউল বেসেরা। ব্রাজিলের রবিনহো, ফার্নান্দেজ। ইরানি ডিফেন্ডার খালিদ শাফি। ক্লাব সভাপতি ইমরুল হাসান ভালো খেলার ব্যাপারে আশাবাদী। তার কথা, ‘আমাদের টার্গেট গ্রুপ চ্যাম্পিয়ন। সেই সামর্থ্য কিংসের আছে।’

সর্বশেষ খবর