মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

এবার আর্মি স্টেডিয়ামে পেশাদার লিগ

এবার আর্মি স্টেডিয়ামে পেশাদার লিগ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছাড়া এবার পেশাদার ফুটবল লিগের ভেন্যু হিসেবে কুমিল্লা, গাজীপুর ও মুন্সিগঞ্জ বেছে নেওয়া হয়। প্রথম লেগের ম্যাচ চার ভেন্যুতেই  অনুষ্ঠিত হয়। লকডাউনের কারণে ঢাকার বাইরে দ্বিতীয় লেগ হচ্ছে না। দ্রুত লিগ শেষ করার লক্ষ্যে বেরাইদ ফর্টেস মাঠ ও কমলাপুর স্টেডিয়ামে লিগ আয়োজনের সিদ্ধান্ত হয়। লিগ কমিটি সর্বশেষ ঘোষণা করে আর্মি স্টেডিয়ামের নাম। শনিবার বাফুফে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী জানান, আশা রাখছি ৫ আগস্টের পরই বনানী আর্মি স্টেডিয়ামে নামানো যাবে। থেমে থাকা দ্বিতীয় লেগের খেলা আজই মাঠে গড়ানোর কথা। ঈদের আগে ১৯ জুলাই শেষ ম্যাচ হয়। ৩০ জুলাই শুরু হওয়ার কথা থাকলে দলগুলো মাঠে এসে জানতে পারে খেলা স্থগিত করা হয়েছে। তাই সংশয় রয়েছে আজও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে কিনা।

সর্বশেষ খবর