মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

পুয়ের্তোরিকোর মেয়ে জেসমিনের ইতিহাস

পুয়ের্তোরিকোর মেয়ে জেসমিনের ইতিহাস

মেয়েদের ১০০ মিটার হার্ডলসে সোনা জিতে ইতিহাস গড়েছেন পুয়ের্তোরিকোর মেয়ে জেসমিন কামাকো। গতকাল তিনি ১২.৩৭ সেকেন্ড টাইমিং করে সেরা হয়েছেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রা হ্যারিসন ১২.৫২ সেকেন্ড টাইমিং করে রুপা এবং জ্যামাইকার মেগান ট্যাপার ১২.৫৫ সেকেন্ড টাইমিং করে ব্রোঞ্জ পদক জয় করেছেন। পুয়ের্তো রিকো এর আগে কখনোই অলিম্পিক অ্যাথলেটিকসে সোনার পদক জয় করেনি। ছেলেদের ৪০০ মিটার হার্ডলসে ২০১২ সালে ব্রোঞ্জ জিতেছিলেন পুয়ের্তো রিকোর জাভিয়ের কুলসন। দেশটির পক্ষে অলিম্পিকে প্রথম সোনার পদক জয় করেছেন মোনিকা পুইগ। তিনি টেনিসে মেয়েদের এককে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এবার পুয়ের্তো রিকোকো দ্বিতীয় সোনার পদক উপহার দিলেন জেসমিন।

সর্বশেষ খবর