বুধবার, ৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

আবারও অলিম্পিক ফুটবলের ফাইনালে ব্রাজিল

ক্রীড়া ডেস্ক

অলিম্পিকে সোনা ধরে রাখার মিশনে শেষ ধাপে পৌঁছে গেল ব্রাজিল। গতকাল টোকিও অলিম্পিকে ফুটবলে টাইব্রেকারে ৪-১ গোলে মেক্সিকো হারিয়ে টানা তৃতীয়বার ফাইনালে ওঠার রেকর্ড গড়ল তারা। কাশিমা সকার স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে নির্ধারিত অতিরিক্ত ৩০ মিনিটে কেউ গোল করতে পারেনি। টাইব্রেকারেই ভাগ্য খুলে যায় তাদের। ২০১২ অলিম্পিকে মেক্সিকো ফাইনালে ব্রাজিলকে হারায়। তাই কিছুটা ভয়ে ছিল হলুদধারী জার্সিধারীরা।

গ্রুপ পর্বে পাঁচ গোল করা রিচার্লিসনও জ্বলে উঠতে পারেননি। অবশ্য তাকে কড়া মাকিংয়ে রাখা হয়েছিল। মেক্সিকো দ্বিতীয়ার্ধে প্রায় গোল করেই বসেছিল। উরিয়েল আন্তুনার শট গোলরক্ষককে ফাঁকি দিলেও ব্রাজিলকে ডিফেন্ডার দিয়েগো কার্লোস প্রতিহত করেন। ট্রাইব্রেকারে ব্রাজিলের প্রথম চার শটই জালে জড়ায়। অন্যদিকে মেক্সিকোর তৃতীয় শট জালে জড়ালে ও প্রথম দুটি মিস হয়। ২০১৬ সালে নিজ দেশে জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে অলিম্পিকে প্রথমবারের মতো সোনা জেতে। ফাইনালে ব্রাজিল মুখোমুখি হবে স্পেনের।  সেমিফাইনালে স্পেন ১-০ ব্যবধানে জাপানকে হারিয়েছে আসেনসিওর গোলে।

সর্বশেষ খবর