বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

শেখ কামাল ক্রীড়া পুরস্কার পাচ্ছেন ১০ ক্রীড়া ব্যক্তিত্ব

ক্রীড়া প্রতিবেদক

আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৭১তম জন্মদিন। ক্রীড়াঙ্গনে তাঁর অবদান ও স্মৃতি ধরে রাখতে এবারই প্রথম দেওয়া হচ্ছে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। যা প্রতি বছর তাঁর জন্মদিনে দেওয়া হবে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল গতকাল সংবাদ সম্মেলন করে ১০ ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছেন। যা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি পুরস্কার প্রদান করবেন। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি হবে। আজীবন সম্মাননা বিভাগে পুরস্কার পাবেন দেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার ও বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, ক্রীড়াবিদ হিসেবে আছেন রোমান সানা, মাহফুজা খাতুন শিলা ও মাবিয়া আক্তার সীমান্ত। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদের ও কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্য শৈহ্ন সংগঠক হিসেবে পুরস্কার পাচ্ছেন।

উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কারে বিশ্বকাপ যুব ক্রিকেটে চ্যাম্পিয়ন বাংলাদেশের অধিনায়ক আকবর আলি, দাবারু ফাহাদ রহমান ও মহিলা ফুটবলার উন্নতি খাতুন। সেরা ফেডারেশনের পুরস্কার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। দেশের প্রথিতযশা ক্রীড়া সাংবাদিক মুহাম্মদ কামরুজ্জামান শেখ কামাল পুরস্কার পাচ্ছেন। পৃষ্ঠপোষকের পুরস্কার ওয়ালটনের।

সর্বশেষ খবর