শনিবার, ৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

শেখ জামাল-আবাহনী ড্র

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবাহনীর বিপক্ষে দারুণ সূচনা করেছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধ্বে শফিকুল ইসলাম মানিকের দল এগিয়ে গিয়েছিল ২-০ ব্যবধানে। তবে দ্বিতীয়ার্ধ্বে ঘুরে দাঁড়িয়ে শেখ জামালের সঙ্গে ২-২ গোলে ড্র করে আবাহনী। প্রথম লেগেও দুই দল একই ব্যবধানে ড্র করেছিল।

ম্যাচের শুরু থেকেই লড়াই বেশ জমে উঠেছিল। দুই দলই খেলছিল দারুণ ফুটবল। ৩১তম মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। আবাহনীর ডিফেন্ডারের ভুল পাসে বল পেয়ে যান শেখ জামালের গাম্বিয়ান ফুটবলার সুলেমান সিল্লাহ। তিনি ব্যাক পাস দেন সলোমন কিংকে। গাম্বিয়ান এ স্ট্রাইকারের পাসে বল পেয়ে ওমর জোবে প্লেসিং শটে গোল করেন। প্রথমার্ধ্বের শেষ দিকে আবারও তিন গাম্বিয়ানের আক্রমণে ব্যবধান বাড়ায় শেখ জামাল। ওমর জোবের পাসে বল পেয়ে  সিল্লাহ বল বাড়িয়ে দেন সলোমন কিংকে। তিনি ডি-বক্সের অনেকটা বাইরে থেকে গোল করেন।

দ্বিতীয়ার্ধ্বের শুরুতেই ঘুরে দাঁড়ায় আবাহনী। ৫২ মিনিটে জুয়েল রানার ক্রসে বল পেয়ে ডান পায়ের শটে গোল করেন সানচে চিজোবা। ম্যাচের ৭৯তম মিনিটে চিজোবার পেনাল্টি শট ফিরিয়ে দেন শেখ জামালের গোলরক্ষক সামিউল ইসলাম মাসুম। দলকে জয়ের পথ দেখিয়েছিলেন তিনি। কিন্তু ৮৮তম মিনিটে চিজোবার ক্রসে বল পেয়ে গোল করেন হাইতির ফরোয়ার্ড কেরভেন্স বেলফোর্ট।

প্রিমিয়ার লিগে ১৮ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল। ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আবাহনী। ১৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর