শিরোনাম
রবিবার, ৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

মালদ্বীপ যাত্রার দিনেও বসুন্ধরার ম্যাচ!

ক্রীড়া প্রতিবেদক

মালদ্বীপ যাত্রার দিনেও বসুন্ধরার ম্যাচ!

এএফসি কাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বসুন্ধরা কিংস। বাফুফে বিষয়টি কতটা গুরুত্ব দিচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ১৮ আগস্ট গ্রুপে কিংসের প্রথম ম্যাচ। ১২ আগস্ট রাতে মালদ্বীপ উড়ে যাবেন দলের ফুটবলাররা। অথচ সেদিন বিকালেই পেশাদার লিগে ম্যাচ রাখা হয়েছে বসুন্ধরা কিংসের। প্রতিপক্ষ আরামবাগ। ৯ আগস্ট শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে তাদের ২০তম ম্যাচ। জিতলেই শিরোপা অনেকটা নিশ্চিত হয়ে যাবে কিংসের। কথা সেটি নয়, এএফসি কাপ আন্তর্জাতিক পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট। একটা দল যেদিন দেশ ছাড়ে তখন শুধু প্লেনে ওঠার নয়, ম্যাচের পরিকল্পনাসহ অন্য গুরুত্বপূর্ণ আলাপ সেরে নেয় খেলোয়াড়দের সঙ্গে বসে। লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ থাকলে সেই পরিবেশ কী থাকে? লিগ কমিটি জেনে শুনে এমন দায়িত্বহীনতার পরিচয় দিল কেন? কিংস ম্যানেজমেন্ট এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছে। একজন কর্মকর্তা বললেন, ‘আমরা জানতাম মালদ্বীপে যাওয়া আগে আমরা একটাই ম্যাচ খেলব তা শেখ জামালের বিপক্ষে। এখন ফিকশ্চারে ১২ আগস্ট ম্যাচ দেখে অবাক হয়েছি। অবশ্যই আমরা সেদিনের ম্যাচটি পেছানোর আবেদন করব।’

সর্বশেষ খবর