শিরোনাম
সোমবার, ৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

জিতলেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

জয়ে ৩ পয়েন্ট পেলে চার ম্যাচ আগেই ট্রফি ঘরে রাখাটা নিশ্চিত হয়ে যাবে

ক্রীড়া প্রতিবেদক

জিতলেই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

পেশাদার লিগে অভিষেক আসরেই চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ে বসুন্ধরা কিংস। ঘরোয়া ফুটবলে প্রথম শ্রেণির আসরে কোনো দলই অভিষেক আসরে চ্যাম্পিয়ন হতে পারেনি। এ রেকর্ড শুধু বসুন্ধরারই। আরেক ইতিহাস লিখতে যাচ্ছে দেশের আলোচিত এ দলটি। লিগে আগমনের পর আবারও শিরোপা জেতার পথে কিংস। টানা দ্বিতীয়বার ফুটবলে দেশসেরা খেতাব পাবে তারা। আজই হয়ে যেতে পারে সেই ইতিহাস। জয়ে ৩ পয়েন্ট পেলে চার ম্যাচ আগেই ট্রফি ঘরে রাখাটা নিশ্চিত হয়ে যাবে। ২০তম ম্যাচে বসুন্ধরা আজ মুখোমুখি হচ্ছে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে। বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

১৯ ম্যাচে ১ ড্র ও ১ হারে বসুন্ধরা ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৩৯ পয়েন্টে টেবিলে দ্বিতীয় অবস্থানে আছে শেখ জামাল। ১৩ পয়েন্টে এখনই পিছিয়ে আছে সাবেক চ্যাম্পিয়নরা। আজ হারলে বসুন্ধরা ৫৫ ও শেখ জামালের পয়েন্ট ৩৯-এ থাকবে। এ অবস্থায় বসুন্ধরা যদি পরবর্তী চার ম্যাচে আরামবাগ, সাইফ স্পোর্টিং, শেখ রাসেল ও ঢাকা আবাহনীর কাছে হারে তাহলে জামাল টানা পাঁচ ম্যাচ  জিতলেও  বসুন্ধরার শিরোপা অটুট থাকবে। কারণ লিগ শেষে তখন দুই দলের পয়েন্ট হবে ৫৫ ও ৫৪।

শেখ জামাল আজ জয় বা ড্র করলে শিরোপার জন্য কিংসের অপেক্ষাটা বাড়বে এই যা। কেননা এত পয়েন্ট কভার করা জামালের পক্ষে অসম্ভবই বলা যায়।

সর্বশেষ খবর