সোমবার, ৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

১ সোনাতেই ১১ কোটি!

ক্রীড়া ডেস্ক

টোকিও অলিম্পিকে ভারতের যে সব ইভেন্টে সোনা জয়ের আশা করেছিল তা পূরণ হয়নি। রৌপ্য ও ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট ছিলেন প্রতিযোগীরা। কিন্তু শেষের দিকে রীতিমতো ইতিহাস গড়ে ফেলল অ্যাথলেটিকসে। অলিম্পিকে ইতিহাসে কখনো এই ইভেন্টে সোনা জেতেনি দেশটি। এবারও পদক জয়ের সম্ভাবনা ছিল না অ্যাথলেটিকসে। অথচ অসম্ভবকে সম্ভবে রূপান্তরিত করলেন নীরজ চোপড়া। শনিবার জ্যাভলিন থ্রোতে তিনি বিশ্বের সেরা সেরা অ্যাথলেটদের পেছনে ফেলে সোনা জেতেন হরিয়ানার ২৩ বছরের এ তরুণ। ১ সোনা জিতে কোটি কোটি টাকার দেওয়ার ঘোষণা এসেছে। এখন পর্যন্ত বিভিন্ন মহল থেকে যে অর্থ পাবেন তা ১১ কোটিতে দাঁড়িয়েছে। হরিয়ানা সরকার তাকে ৬ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী  অমরেন্দ্র সিংহ ঘোষণা করেছেন নীরজকে ২ কোটি টাকা দেওয়ার। অন্য রাজ্য থেকেও কোটি টাকার পুরস্কার ঘোষণা আসছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর