সোমবার, ৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সেরার লড়াইয়ে সাকিব

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে জয়ের অন্যতম নায়ক ছিলেন সাকিব আল হাসান। সেই পারফরম্যান্সের জন্য আইসিসি জুলাই মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ ক্যাটাগরির সংরক্ষিত তালিকায় এসেছেন তিনি। গতকাল আইসিসি যে তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে, সেখানে রয়েছে সাকিবের নাম। বাকি দুজনের একজন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ ও ওয়েস্ট ইন্ডিজের হেইডেন জুনিয়র। জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট জয়ে ৫ উইকেট নিয়েছিলেন বাঁ হাতি অলরাউন্ডার। টি-২০ সিরিজে ৩৭ রানের পাশাপাশি ৩ উইকেট নিয়েছিলেন। তবে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ওয়ানডে সিরিজে। বিশেষ করে দ্বিতীয় ওয়ানডেতে ৯৬ রানের ম্যাচ জেতানো ইনিংসটি বাংলাদেশের ক্রিকেট অন্যতম সেরা। মার্শ ক্যারিবীয় সফরে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলেন। টি-২০ সিরিজের ৫ ম্যাচে তিনটি হাফসেঞ্চুরিসহ ২১৯ রান এবং ৮ উইকেট নেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর