সোমবার, ৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

প্রিন্স বাংলাদেশের ব্যাটিং কোচ

ক্রীড়া প্রতিবেদক

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্স। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচ টি-২০ সিরিজে টাইগাররা খেলছে ব্যাটিং কোচ ছাড়া। তবে সেপ্টেম্বরে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজে ব্যাটিং কোচ পাচ্ছেন মাহমুুদুল্লাহরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবার লম্বা সময়ের জন্য ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব তুলে দিচ্ছে প্রোটিয়াস সাবেক ক্রিকেটার প্রিন্সকে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন, ‘আমরা এবার দীর্ঘ সময়ের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিচ্ছি অ্যাশওয়েল প্রিন্সকে। সে কাজ শুরু করবে নিউজিল্যান্ড সিরিজে।’ তার সঙ্গে চুক্তির মেয়াদ ২০২৩ সালের ইংল্যান্ড সিরিজ পর্যন্ত। ব্ল্যাক ক্যাপসরা টি-২০ সিরিজ খেলতে ২৪ আগস্ট ঢাকায় আসবে এবং সিরিজ শুরু ১ সেপ্টেম্বর। পারিবারিক কারণে ২০২০ সালের আগস্টে টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দেন দক্ষিণ আফ্রিকার নেইল ম্যাকেঞ্জি। প্রিন্স দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬ টেস্ট ও ৫২ ওয়ানডে খেলেছেন। তিনি দক্ষিণ আফ্রিকা জাতীয় দলেরও ব্যাটিং কোচ ছিলেন। 

 

সর্বশেষ খবর