মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ ০০:০০ টা
আইফেল টাওয়ার বুকিংয়ের গুঞ্জন

মেসিকে বরণ করতে প্রস্তুত প্যারিস

ক্রীড়া প্রতিবেদক

মেসিকে বরণ করতে প্রস্তুত প্যারিস

ন্যু ক্যাম্পের সংবাদ সম্মেলন শেষ করেই প্যারিস উড়ে আসবেন লিওনেল মেসি! সংবাদের নিশ্চয়তা না থাকার পরও প্যারিস ‘চার্লস দ্য গল’ আন্তর্জাতিক স্টেডিয়ামে জনতার ঢল নেমেছিল। সবাই অপেক্ষায় ছিলেন প্রিয় ফুটবলারকে বরণ করতে। কিন্তু মেসি যাননি। তবে প্যারিস প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) তাদের নতুন তারকাকে বরণে প্রস্তুত। রবিবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দেন ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসি। ২০ বছরের সম্পর্কচ্ছেদের দিন মেসি নিজে কেঁদেছেন। কাঁদিয়েছেন প্রিয় ক্লাবের সতীর্থদের, ভক্তদের। বার্সা ছাড়ার ঘোষণা দিলেও স্পষ্ট করেননি পিএসজি যাওয়ার দিনক্ষণ। জানিয়েছেন, তাকে নিতে অপেক্ষায় আছে আরও কয়েক ক্লাব। কিন্তু সংবাদ হচ্ছে, আজ-কালের মধ্যে ফ্রান্সের রাজধানী প্যারিসে পা রাখবেন মেসি। মেডিকেল পরীক্ষার পাশাপাশি চুক্তিও চূড়ান্ত করে ফেলবেন। আর্জেন্টিনার জীবন্ত কিংবদন্তি মেসিকে বরণ করতে প্রস্তুত পিএসজি। রঙিন সাজে সাজবে আইফেল টাওয়ার।

মেসি আসছেন, এই সংবাদেই ফ্রান্সের শেয়ার বাজারে ক্লাবগুলোর শেয়ারের দাম বেড়েছে হু হু করে। অলিম্পিক লিও’র শেয়ারের দর বেড়েছে ৯ শতাংশ। পিএসজি প্রস্তুত। কিন্তু বার্সেলোনা চাইছে না প্রিয় ফুটবলার যোগ দিক ফরাসি ক্লাবটিতে। পিএসজি যেন নিতে না পারে, সেজন্য বার্সেলোনার বোর্ড পরিচালক জুয়ান ব্রাঙ্কো অভিযোগ করেছেন ইউরোপিয়ান কমিশনে কোর্ট অব আপিল বিভাগে। অভিযোগকারী পরিচালক বলেন, ‘গেল মৌসুমে বার্সেলোনা মোট আয়ের ৫৪ শতাংশ খরচ করেছে ফুটবলারদের বেতনে। সেখানে পিএসজি খরচ করেছে আয়ের ৯৯ শতাংশ। তাহলে পিএসজি চালাবে কিভাবে?’ এই প্রশ্ন তুলেই অভিযোগ বার্সা পরিচালকের। বিচ্ছেদের দিন মেসি সংবাদ সম্মেলনে বলেন, ‘বার্সাতেই থাকতে চেয়েছিলেন। ক্লাব সভাপতি জুয়ান লাপোর্তাও আমাকে আশ্বাস দিয়েছিলেন।’ অথচ বার্সা সভাপতি বেতন বিলের বোঝা কমাতেই মেসিকে ছেড়ে দেন। গত পাঁচ বছরে মেসির বেতন ছিল ৫০ কোটি ইউরো। অথচ মেসিকে নতুন চুক্তিতে অর্ধেক বেতনেই পেতো কাতালান ক্লাবটি। মেসিসহ অপরাপর ফুটবলারদের পুষতে যেয়ে ১০০ কোটি ইউরো দেনায় আছে। মেসির চলে যাওয়াতে ক্লাবটির ক্ষতি হতে পারে ১৩ কোটি ৭০ লাখ ইউরো।

মেসিকে কত মূল্যে পিএসজি দলভুক্ত করবে, আভাস মিলেনি। তবে নেইমরের সতীর্থ করতে পিএসজি প্রস্তুত। প্রস্তুত বিশ্বসেরা ফুটবলাারকে বরণ করতে।   

সর্বশেষ খবর