শিরোনাম
বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

লক্ষ্য এবার নিউজিল্যান্ড

ক্রীড়া প্রতিবেদক

১৫ বছর ধরে টি-২০ ক্রিকেট খেলছে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয়ের রেকর্ড রয়েছে। সিরিজ জিতেছে আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই প্রথম সিরিজ জয়টি নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা। ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারানোর আত্মবিশ্বাস নিয়ে টাইগাররা এখন অপেক্ষায় নিউজিল্যান্ডকে আতিথেয়তা দিতে। মাহমুদুল্লাহদের বিরুদ্ধে পাঁচ ম্যাচ সিরিজ খেলতে ২৪ আগস্ট টম ল্যাথামের নেতৃত্বে নিউজিল্যান্ড আসছে ঢাকায়। সিরিজে পূর্ণোদ্যমে খেলতে নামার আগে দুই সপ্তাহের বিশ্রাম পেয়েছে মাহমুদুল্লাহ বাহিনী। ২৪ আগস্ট নিউজিল্যান্ডের সঙ্গে জৈব বলয়ে ঢুকে পড়বে টাইগাররা।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেননি মূল একাদশের তিন ক্রিকেটার তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও লিটন দাস। ব্ল্যাক ক্যাপস সিরিজে নিঃসন্দেহে তিন ক্রিকেটার ফিরবেন এবং পূর্ণ শক্তির দল নিয়েই ব্ল্যাক ক্যাপসদের অতিথি সেবা দিবে। টানা ১০ ম্যাচ হারের ব্যর্থতা থেকে হয়তো আসন্ন সিরিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয়ের উচ্ছ্বাসে মাতবেন মাহমুদুল্লাহরা। তার আগে ম্যাথু ওয়েডের অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করতে দুর্দান্ত টিম ওয়ার্ক পারফরম্যান্স করেছেন টাইগাররা। বিশেষ করে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম, মাহমুদুল্লাহ রিয়াদ, শরীফুল ইসলামরা ছিলেন দুর্দান্ত। সিরিজের চার নম্বর ম্যাচে সাকিব এক ওভারে ৫ ছক্কাসহ চার ম্যাচে ৫০ রান দেন। সেই ধাক্কা সামলে পঞ্চম ম্যাচে দুরন্ত পারফরম্যান্স বিশ্বসেরা অলরাউন্ডারের। ৪ ওভারে মাত্র ৯ রানে তুলে নেন অসিদের ৪ উইকেট। ওই বিধ্বংসী বোলিংয়ে অস্ট্রেলিয়া তাদের ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন ৬২ রানে অলআউট হয়। ৫ ম্যাচে ১১৬ রানের পাশাপাশি ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা হন সাকিব। আগুনঝরানো বোলিংয়ে অসি ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলা  মুস্তাফিজ ৫ ম্যাচে ১৭ ওভারে মাত্র ৬০ রানের খরচে নেন ৭ উইকেট। শরীফুল ৪ ম্যাচে নেন ৭ উইকেট। দুর্দান্ত বোলিং করেছেন আরেক বাঁ হাতি স্পিনার নাসুম আহমেদ। ৫ ম্যাচে ১৮ ওভারে ৯২ রানের খরচে নেন ৮ উইকেট। ব্যাটিংয়ে সাকিব ছাড়াও ছন্দোময় ছিলেন আফিফ। তরুণ আফিফ ধারাবাহিকতায় ৫ ম্যাচে ১২২.৪৭ স্ট্রাইক রেটে ১০৯ রান করেন। সিরিজে যে দুটি হাফসেঞ্চুরি হয়, তার একটি টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের। তৃতীয় ম্যাচে ৫২ রান করেন।

সর্বশেষ খবর