বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

রক্ষণভাগের ব্যর্থতার খেসারত শেখ রাসেলের

ক্রীড়া প্রতিবেদক

রক্ষণভাগের ব্যর্থতার খেসারত শেখ রাসেলের

বড় দুই দলের লড়াইয়ে জয় পেয়েছে সাইফ স্পোর্টিং। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত পেশাদার লিগের প্রথম ম্যাচে তারা সাবেক চ্যাম্পিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৪-২ গোলে পরাজিত করে। চার ম্যাচ আগে বসুন্ধরা কিংসের শিরোপা নিশ্চিত হওয়ায় লিগের আকর্ষণ শেষ হয়ে গেছে। তবুও দলীয় অবস্থান উঁচুতে রাখতে বাকিদের কাছে গুরুত্ব আছে। আগের ম্যাচে সহজভাবে জেতায় মনে হচ্ছিল শেখ রাসেল পরবর্তী ম্যাচগুলোয় চেনারূপে খেলবে। অথচ পরাজয়ের বৃত্তে আটকে গেল। প্রথমে গোল হজম করার পরও অল্পসময়ে সমতায় ফিরেছিল। তবুও প্রথমার্ধে ১-৩ গোলে পিছিয়ে থাকে।

জামাল ভূঁইয়ার সাইফ ম্যাচে খুব যে ভালো খেলেছিল তাও বলা যাবে না। আসলে কর্দমাক্ত অনুপযোগী মাঠে কারও স্বাভাবিক খেলাটা সম্ভব ছিল না। রক্ষণভাগ ও গোলরক্ষক আশরাফুলের ভুলের খেসারত দিতে হয়েছে শেখ রাসেলকে। ১০ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে তাও আবার আত্মঘাতী গোলে। গোল ঠেকাতে গিয়ে শেখ রাসেলের বাবলু নিজেই জালে বল পাঠান। ১৪ মিনিটেই সমতা ফেরান ওবিমোনেকে। পেনাল্টি থেকে গোল করতে আবদুল্লা ব্যর্থ হলে ফিরতি শটে গোল করেন ওবিমোনেকে।

এরপরই রাসেলের ডিফেন্স যেন ভেঙে পড়ে। সাইফের ইকেচুকোয়ুর গোলে ব্যবধান ২-১। ডিফেন্ডাররা একটু সতর্ক ও গোলরক্ষক আশরাফুল পজিশনে থাকলে গোল ঠেকানো যেত। ওকনি ৪০ মিনিটে দলের তৃতীয় গোল করেন। ৫২ মিনিটে ইকেচুকোয়ুর দূরপাল্লার শটে যে গোলটি করেন আশরাফুল চেষ্টা করলে রক্ষা করতে পারতেন। ৬৩ মিনিটে মোনেকে ব্যবধান কমালেও পরাজয় ঠেকাতে পারেননি। অন্যদিকে বনানী আর্মি স্টেডিয়ামে ঢাকা মোহামেডান ২-০ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে। বিজয়ী দলের শাহেদ ও ডায়াবেট গোল দুটি করেন।

সর্বশেষ খবর