বুধবার, ১১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

তরুণদের নিয়ে আসছেন ল্যাথাম

ক্রীড়া প্রতিবেদক

ম্যাথু ওয়েডরা তাদের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক সফর শেষে অস্ট্রেলিয়া ফিরে গেছেন। বাংলাদেশের বিপক্ষে অসহায় আত্মসমর্পণে টি-২০ সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে। ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী মাহমুদুল্লাহরা অপেক্ষায় নিউজিল্যান্ডের। ২৪ আগস্ট ৫ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ঢাকায় আসবে ব্ল্যাক ক্যাপসরা। ১-১০ সেপ্টেম্বর সিরিজ খেলার জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তরুণদের নিয়ে যে স্কোয়াড ঘোষণা করেছে, সেটাকে দ্বিতীয় সারির দল বলাই যায়! দলটিতে তিন ক্রিকেটার প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন জাতীয় দলে। বাকি ১২ ক্রিকেটার একত্রে টি-২০ ম্যাচ খেলেছেন ১১৩টি। মজার বিষয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ সেরা সাকিব আল হাসান ম্যাচ খেলেছেন ৮৪টি। কিন্তু যে রান করেছেন এবং উইকেট নিয়েছেন, সেটা নিউজিল্যান্ড ক্রিকেট দলর চেয়েও বেশি! সাকিব ৮৪ ম্যাচে রান করেছেন ১ হাজার ৭১৮ এবং উইকেট সংখ্যা ১০২টি। কিউই ক্রিকেটারদের মোট রান ১ হাজার ৪০ এবং উইকেট ৬৩টি। কিউই ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৩৬ ম্যাচ খেলেছেন কলিন ডি গ্রান্ডহোম। অধিনায়ক টম ল্যাথাম ১৩ ম্যাচ খেলেছেন। প্রথমবারের মতো সুযোগ পাওয়া ক্রিকেটার কোল ম্যাককনকি, রচিন রবীন্দ্র ও বেন সিয়ার্স।

সিরিজের ম্যাচ পাঁচটি ১, ৩,  ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। দিবা-রাত্রির ম্যাচগুলো হবে মিরপুরে।

নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগালাইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রচিন রবীন্দ্র বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

সর্বশেষ খবর