বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বসুন্ধরা কিংসের এএফসি কাপ মিশন

ক্রীড়া প্রতিবেদক

বসুন্ধরা কিংসের এএফসি কাপ মিশন

বসুন্ধরা কিংসের অনুশীলন

প্রিমিয়ার লিগের শিরোপা নিশ্চিত হয়েছে বসুন্ধরা কিংসের। এবার লক্ষ্য এএফসি কাপ। এশিয়া জয়ের মিশনে আজ রাতে ৫০ জনের বহর নিয়ে মালদ্বীপ যাত্রা করছে লিগে টানা দুবারের চ্যাম্পিয়ন কিংস। এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আরও আগেই। তবে করোনাভাইরাসের কারণে হঠাৎ করেই স্থগিত হয়ে গিয়েছিল এএফসি কাপ। এবার আর তেমন কোনো সংশয় নেই। মালদ্বীপের করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। আক্রান্তের সংখ্যা কমে গেছে। লকডাউনও নেই। এএফসি কাপ ডি গ্রুপের ম্যাচগুলো আয়োজনের সব প্রস্তুতিই সম্পন্ন করেছে দেশটি। বসুন্ধরা কিংস মালদ্বীপ যাত্রার আগে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলবে বিকালে। প্রতিপক্ষ আরামবাগ। লিগে ২০ ম্যাচে ৫৫ পয়েন্ট সংগ্রহ করে শিরোপা নিশ্চিত করেছে দলটা। আবাহনী ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। সামনের চার ম্যাচ জিতলেও বসুন্ধরা কিংসকে আর স্পর্শ করতে পারছে না তারা। লিগ জয়ের পর এবার বসুন্ধরা কিংসের চোখ এএফসি কাপে। দলটির অধিনায়ক তপু বর্মণ বলেছেন, ‘আমরা দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছি। দক্ষিণ এশীয় অঞ্চলে কিংসকে পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠা করার সময় এসেছে। এজন্য দেশে যেমনটা খেলেছি তার চেয়ে বেশি মনঃসংযোগ করতে হবে আমাদের।’ এএফসি কাপ ডি গ্রুপে বসুন্ধরা কিংস ১৮ আগস্ট মালদ্বীপের ম্যাজিয়ার এবং ২৪ আগস্ট ভারতের মোহনবাগানের মুখোমুখি হবে। এছাড়াও ২১ আগস্ট বেঙ্গালুরু/ঈগলসের মুখোমুখি হবে কিংস। ১৫ আগস্ট প্লে-অফ ম্যাচে বেঙ্গালুরু-ঈগলস মুখোমুখি হবে। বসুন্ধরা কিংসের প্রথম লক্ষ্য জোনাল চ্যাম্পিয়ন হয়ে ইন্টার জোন প্লে-অফ সেমিফাইনালে স্থান নিশ্চিত করা।

সর্বশেষ খবর