শিরোনাম
শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সুপার কাপে চ্যাম্পিয়ন চেলসি

ক্রীড়া ডেস্ক

সুপার কাপে চ্যাম্পিয়ন চেলসি

উয়েফা সুপার কাপের ট্রফি ঘরে তুলেছে চেলসি। বুধবার গভীর রাতে নর্দার্ন আয়ারল্যান্ডের উইন্ডসর পার্ক স্টেডিয়ামে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে টাইব্রেকারে হারিয়েছে ব্লুজরা। নির্ধারিত নব্বই মিনিটে ম্যাচ ১-১ ব্যবধানে ড্র হওয়ায় অতিরিক্ত ৩০ মিনিট খেলে দুই দল। তাতেও ব্যবধান ১-১। এরপরই টাইব্রেকারে গড়ায় ম্যাচ। নির্ধারিত সময়ে চেলসির পক্ষে হাকিম জিয়েচ (২৭) ও ভিয়ারিয়ালের পক্ষে জেরার্ড মোরেনো (৭৩) গোল করেন।

টাইব্রেকারের প্রথম পাঁচটি করে শটে দুই দলই ৪টি করে গোল করে। এরপর ম্যাচ গড়ায় সাডেন ডেথে। চেলসি পরবর্তী দুটি শটে গোল করলেও ভিয়ারিয়াল নিজেদের সপ্তম শটে গোল করতে ব্যর্থ হয়। রাউল আলবিওলের মাটি গড়ানো শট ফিরিয়ে রুখে দেন চেলসির গোলরক্ষক মেন্ডি। দ্বিতীয়বারের মতো উয়েফা সুপার কাপ জয়ের উল্লাসে মেতে উঠে চেলসি।

ইংলিশ ক্লাবটি এর আগে ১৯৯৮ সালে সুপার কাপ জয় করেছিল রিয়াল মাদ্রিদকে হারিয়ে। এ ছাড়া আরও তিনবার উয়েফা সুপার কাপে রানার্সআপ হয়েছে চেলসি।

সর্বশেষ খবর