সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

মেসি বরণের ম্যাচ জিতল পিএসজি

ক্রীড়া ডেস্ক

মেসি বরণের ম্যাচ জিতল পিএসজি

ম্যাচ শুরুর আগে পিএসজির জার্সি গায়ে চলতি মৌসুমের মেসিসহ নতুন পাঁচ ফুটবলার -এএফপি

বার্সেলোনার সঙ্গে ২০ বছরের সম্পর্কচ্ছেদ করে নতুন ঠিকানায় নাম লিখিয়েছেন লিওনেল মেসি। ছয়বারের বিশ্বসেরা আর্জেন্টাইন ফুটবলারের নতুন ঠিকানা ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ফরাসি ক্লাবের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন মেসি। পরশু রাতে নিজেদের মাঠে ছয়বারের বিশ্বসেরা ফুটবলারকে বরণ করে নিয়েছে পিএসজি। স্ট্রাসবার্গের বিপক্ষে মেসি বরণের ম্যাচটি কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে ৪-২ গোলে জিতেছে পিএসজি। ম্যাচটিতে খেলেননি মেসি ছাড়াও নেইমার ও  অ্যাঞ্জেল ডি মারিয়া। ম্যাচে এমবাপ্পে গোল করেন একটি এবং জোগানদাতা ছিলেন দুটি গোলের। ম্যাচে পিএসজির বাকি তিন গোল করেন মাউরো ইকার্দি, ইউরিয়া ড্রাক্সলার ও পাবলো সারিবিয়া। শেষ ১০ মিনিট ১০ জনের স্ট্রাসবার্গের গোল দুটি করেন কেভিন গামেইরো ও লুদোভিক আজোক।

প্যারিসের পাক দ্য ফ্রাস স্টেডিয়ামে ম্যাচের আগে থেকেই ছিল উৎসবের আবহ। পিএসজিতে যোগ দেওয়া ফুটবলারদের একসঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এদের মধ্যে ছিলেন মেসি, স্পেনের সার্জিও রামোস, ইউরো চ্যাম্পিয়ন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা। পিএসজি প্রথমার্ধেই তিন গোল করে জয়ের পথ সুগম করে নেয়। ৩ মিনিটে আবদু দিয়ালোর দূরপাল্লার ক্রসে দারুণ হেডে ব্যবধান ১-০ করেন ইকার্দি। ২৫ মিনিটে ব্যবধান ২-০ করে আজোক। এমবাপ্পের শট ঠেকিয়ে দেন স্ট্রাসবুর্গের গোলরক্ষক। ফিরতি বল স্ট্রাসবার্গের আজোকের মাথায় লেগে জালে প্রবেশ করে। পিএসজির তৃতীয় গোলটি করেন ড্রাক্সলার (৩-০)। দ্বিতীয়ার্ধে ব্যবধান ১-৩ করেন স্ট্রাসবার্গের গামেইরো। ৬৩ মিনিটে ২-৩ করে ফেলে অ্যাওয়ে দল। গোল ব্যবধান কমান আজোক। ৮১ মিনিটে ৪-২ করে ম্যাচ শেষ করেন সারাবিয়া। টানা দুই জয়ে পিএসজির পয়েন্ট ৬। দুইয়ে থাকা নিসের পয়েন্ট ৪। একই দিন নিস ৪-০ গোলে হারায় লিলেকে।

 

সর্বশেষ খবর