মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কঠোর ‘বায়ো বাবল’ নিউজিল্যান্ড সিরিজেও প্রস্তুতি ম্যাচ বাতিল

ক্রীড়া প্রতিবেদক

কঠোর ‘বায়ো বাবল’ নিউজিল্যান্ড সিরিজেও প্রস্তুতি ম্যাচ বাতিল

কঠিন সব শর্তাবলী দিয়ে ঢাকায় টি-২০ সিরিজ খেলে গেছে অস্ট্রেলিয়া। ২৪ আগস্ট ৫ ম্যাচ টি-২০ সিরিজ খেলতে ঢাকায় আসছে নিউজিল্যান্ড। টম ল্যাথামের নেতৃত্বে ব্ল্যাক ক্যাপসরা ঢাকায় পা রেখেই কঠোর ‘বায়ো বাবল’ ব্যবস্থায় ঢুকে পড়বে। প্রাণঘাতী করোনাভাইরাসের হাত থেকে নিরাপদ রাখতেই ক্রিকেট দলগুলোকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বায়ো বাবলে রাখা হচ্ছে। একই রকম বায়ো বাবলে ছিল অস্ট্রেলিয়া। সফরের মূল লড়াইয়ে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ডের। বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে ২৯ আগস্টের প্রস্তুতি ম্যাচটি বাতিলের কথা জানিয়েছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, ‘বায়ো বাবল ভেঙে যাওয়ার আশঙ্কায় নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচটি খেলতে চাচ্ছে না। স্বাভাবিকভাবেই আলাদা ভেন্যুতে ম্যাচ আয়োজন করতে বাড়তি কিছুর প্রয়োজনীয়তা থাকবে। নিউজিল্যান্ড বিকেএসপির এই অতিরিক্ত বায়ো বাবল ব্যবস্থা এড়িয়ে যেতে চাইছে। তারা চাইছে না বলে প্রস্তুতি ম্যাচটি বাতিল করতে হয়েছে।’

করোনাভাইরাস চলাকালীন অনেকদিনের বিরতি শেষে বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে। ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজটি চতুর্থ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া খেলে গেছে। চলতি মাসে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। পরাক্রমশালী দলটির বিপক্ষে প্রথমবারের মতো কোনো সিরিজে জয় পায় টাইগাররা। ৪-১ ব্যবধানে জয়টি নিঃসন্দেহে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা জয়। এবার মাহমুদুল্লাহ বাহিনীর সামনে সুযোগ এসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ জয়ের। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে এর আগে ১০টি টি-২০ ম্যাচ খেলে জয় নেই একটিও। এবার অপেক্ষাকৃত দুর্বল শক্তির কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি রয়েছে। পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। বাকি ম্যাচগুলো যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। ম্যাচগুলো হবে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায়। প্রস্তুতি ম্যাচ না হওয়ায় বিষয়টি দুরত্বগত কারণ নয় বলেন বিসিবি সিইও, ‘মোটেও না। বড় দলগুলো এর আগেও বিকেএসপিতে খেলেছে। সেখানকার সুবিধাও উন্নত। সফরকারী দলগুলোর জন্য বিশেষ সুবিধা সবসময়ই থাকে। দুরত্ব কোনো ইস্যু নয়।’ ঢাকা সফরে অস্ট্রেলিয়ার মতোই বায়ো বাবল ব্যবস্থা থাকবে নিশ্চিত করেছে বিসিবি, ‘অস্ট্রেলিয়া সিরিজে যে রকম বায়ো বাবল ছিল, নিউজিল্যান্ড সিরিজেও সেরকমই থাকছে। আমরা চেষ্টা করে যাচ্ছি, সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে ভাইরাস থেকে সুরক্ষা দিয়ে সিরিজ আয়োজনের।’

সর্বশেষ খবর