মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

রোমাঞ্চকর জয়

পাকিস্তানের বিরুদ্ধে উইন্ডিজের

ক্রীড়া ডেস্ক

১৭ রানের জুটি! সাদা চোখে একেবারেই সাদামাটা স্কোর। কিন্তু জ্যামাইকা টেস্টে এই স্বল্প রানের জুটিতেই অবিশ্বাস্য জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মামুলী ১৬৮ রানের টার্গেটে কেমার রোচ ও জেডেন সিলস ১০ম উইকেটে ১৭ রানের জুটি গড়ে রোমাঞ্চকর জয় তুলে দুই টেস্ট সিরিজে ক্যারিবীয়দের ১-০তে এগিয়ে নিয়েছেন। অবিশ্বাস্য জয়ের ম্যাচে ব্যাটহাতে অবদান রাখা সিলস বোলিংয়ে রেকর্ড গড়েন। এই তরুণ ফাস্ট বোলার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিহাসে ৭১ বছরের রেকর্ড ভেঙেছেন। ক্যারিবীয় ক্রিকেট ইতিহাসে কম বয়সে ৫ উইকেট নেওয়ার ইতিহাস গড়েছেন। ভেঙেছেন অফ স্পিনার অ্যালফ ভ্যালেন্টাইনের রেকর্ড। ১৯৫০ সালে ভ্যালেন্টাইন ২০ বছর ৪৬ দিনে ৫ উইকেট নিয়েছিলেন। সিলস ৫ উইকেট নিয়েছেন ১৯ বছর ৩২৬দিনে।

শেষ দিনে ১৪ উইকেটের পতন হয়। ১৬৮ রানের টার্গেটে খেলতে নেমে ১৫১ রানে ৯ উইকেট হারিয়ে কোণঠাসা স্বাগতিক ক্যারিবীয়রা। তখনই রোচ ও সিলস জুটি গড়ে অবিশ্বাস্য কাজটি করে ফেলেন। দুজনে জয় উপহার দেন দলকে। হাসান আলির বলে রোচ কাভার ড্রাইভ করে দুই রান নেন। রান নেওয়ার ফাঁকেই দুজনে আগাম উৎসব শুরু করেন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসরও ওয়েস্ট ইন্ডিজ শুরু করল ১ উইকেটের জয়ে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর