বুধবার, ১৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কিংসের স্বপ্নপূরণের মিশন শুরু

কিংসের স্বপ্নপূরণের মিশন শুরু

মালদ্বীপে ট্যুরিস্টদের আনাগোনা বেড়েছে অনেক। করোনাভাইরাস-ভীতি কাটিয়ে প্রতিদিন বিশ্বের নানান দেশ থেকে হাজার হাজার মানুষের স্রোত আসছে দ্বীপরাষ্ট্রে। বিমানবন্দরে নেমেই তারা ছুটে যায় চারদিকে। কেউ বিলাশবহুল ইয়টে চড়ে ঘুরে বেড়ায় দিনের পর দিন। মালদ্বীপের সীমানায় প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি আর জোৎস্না দেখে মুগ্ধ হয় তারা। অনেকে ছুটে যায় ছেটো ছোটো দ্বীপ ঘিরে গড়ে উঠা রিসোর্টে। সেসব স্থানে জীবনের অনেক স্বপ্নই পূরণ হয় তাদের। সার্ফিং, ক্যানো, স্নরকেলিং, স্কুভা ডাইভিং আরও নানা ধরনের সামুদ্রিক খেলার ব্যবস্থা থাকে সেসব স্থানে। নিরানন্দ বাস্তবতায় অনেকেই সেসব দ্বীপে খুঁজে পায় জীবনের আনন্দ। বসুন্ধরা কিংসও এখন মালদ্বীপে। তবে তারা সাধারণ ট্যুরিস্টদের মতো সমুদ্রবিলাসে আসেনি। এসেছে এএফসি কাপে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। আজ এএফসি কাপ ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অস্কার ব্রুজোনের দল খেলতে নামছে মালদ্বীপের ম্যাজিয়ার বিপক্ষে। বিদেশের মাটিতে এই প্রথম খেলছে বসুন্ধরা। দেশ কাঁপিয়ে নতুন অভিজ্ঞতায় নতুন চ্যালেঞ্জে নামছে কিংস।

শেষ হলো অপেক্ষার প্রহর। বাংলাদেশের ফুটবলে বিজয় পতাকা উড়িয়ে বসুন্ধরা কিংস যাত্রা করেছিল এশিয়া জয়ের মিশনে। মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে অস্কার ব্রুজোনের দল এশিয়া সেরা হওয়ার ঘোষণা দিয়েছিল ব্যাঘ্র হুঙ্কারে। করোনাভাইরাস এসে সে যাত্রায় বাধ সাধে। এবার করোনাভাইরাসের চ্যালেঞ্জ নিয়েই শুরু হচ্ছে এএফসি কাপ। স্বপ্ন পূরণের পথে যাত্রা করছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা দুইবারের চ্যাম্পিয়নরা। টি-স্পোর্টস সরাসরি ম্যাচটি সম্প্রচার করবে।

ম্যাজিয়া কঠিন প্রতিপক্ষ। কিংসের মতো মালদ্বীপ জাতীয় দলের প্রথম একাদশের সাতজন ফুটবলার খেলেন এই ক্লাবে। ২০১৮ সালে সাফ চ্যাম্পিয়নশিপজয়ী মালদ্বীপ দলের ৯ জন ফুটবলার আছেন ম্যাজিয়ায়। স্থানীয় লিগে গত দুবার টানা চ্যাম্পিয়ন হয়েছে তারা। ২০১৯ সালের অক্টোবরের পর থেকে টানা ২৯ ম্যাচ অপরাজিত ম্যাজিয়া। এ রেকর্ডগুলো কঠিন চ্যালেঞ্জেরই ইঙ্গিত দিচ্ছে। এজন্যই বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন বলেছিলেন, ‘প্রথম ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ম্যাচে জয়ের উপরে অনেক কিছুই নির্ভর করছে।’

কঠিন এই চ্যালেঞ্জেই বিজয়ী হতে আজ মাঠে নামছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ সময় রাত ১০ টায় ম্যাচ শুরু হবে মালদ্বীপ ন্যাশনাল স্টেডিয়ামে। মাঠটি রাসমি ডান্ডু নামেও পরিচিত। সমুদ্রের খুব কাছে অবস্থিত এই স্টেডিয়াম ম্যাজিয়ার হোম গ্রাউন্ড। নিয়মিতই তারা এই মাঠে লড়াই করে। জয় ছিনিয়ে আনে। বিপরীত দিকে বসুন্ধরা কিংস নতুন মাঠে নতুন চ্যালেঞ্জ নিয়ে নামছে আজ। তবে এ চ্যালেঞ্জেই জয়ী হতে বদ্ধপরিকর অস্কার ব্রুজোন। তিনি গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এই দেশ আমার কাছে অনেক পরিচিত। নিজের দেশের মতোই। আমি এখানে দীর্ঘদিন কাজ করেছি। সে অভিজ্ঞতা আশা করি এবার কাজে লাগবে।’

এএফসি কাপে বেশ কয়েকবারই খেলেছে ম্যাজিয়া। এ টুর্নামেন্টে ৩৬ ম্যাচ খেলে ১১টিতে জয় পেয়েছে তারা। তবে কোনোবারই ম্যাজিয়া গ্রুপ পর্বের বাধা পাড়ি দিতে পারেনি। মালদ্বীপ জাতীয় দলের বেশ কয়েকজন তারকা ফুটবলার আছেন ম্যাজিয়ায়। গোলরক্ষক হুসেইন শরিফ, ইব্রাহিম মাহুদি, আসাদুল্লাহ আবদুল্লাহ, হামজা মোহাম্মদ, মোহাম্মদ উমাইর, আইসাম ইব্রাহিমরা নিয়মিতই খেলেন মালদ্বীপ জাতীয় দলে। এসব দিক বিবেচনা করেই অস্কার ব্রুজোন প্রস্তুতি নিয়েছেন। তার হাতেও তো শক্তি কম নয়। বাংলাদেশ জাতীয় দলের ১২ জন ফুটবলার আছে ব্রুজোনের দলে। অবশ্য স্প্যানিশ এ কোচ জানিয়ে রাখলেন, দলে কিছুটা ইনজুরি সমস্যা আছে। এ সমস্যা কাটিয়েই দারুণ সূচনা করার আশা রাখেন তিনি। বসুন্ধরা কিংসের জন্য ম্যাজিয়ার প্রস্তুতিও কম নয়। তারা সৌদি আরবে প্রি সিজন করেছে। প্রস্তুতি নিতে কোনো কমতি রাখেনি। তাদের বসনিয়ান কোচ রিস্টো ভেডাকোভিচ জানিয়ে গেলেন, ‘আমরা খেলায় ছিলাম না, তবে প্রস্তুতি নিয়েছি ভালোভাবেই। আশা করি আমার ছেলেরা মাঠে শতভাগ দিয়েই খেলবে।’

সর্বশেষ খবর