বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

স্টোকসের অপেক্ষায় ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

স্টোকসের অপেক্ষায় ইংল্যান্ড

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের তৃতীয় টেস্ট লিডসে ২৫ আগস্ট শুরু হবে। ইতিমধ্যে ১-০-তে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। ইংলিশদের আশা, এর আগেই ফিরুক তাদের সেরা তারকা বেন স্টোকস।

ভারতের বিরুদ্ধে লর্ডস টেস্টে শেষ মুহূর্তে হেরে যাওয়ায় যেন ইংলিশদের আত্মবিশ্বাসে প্রচণ্ড চোট লেগেছে। সাবেক তারকারা ক্রিকেটারদের সমালোচনা করছেন। বেশ চাপের মধ্যেই পড়ে গেছেন কোচ ক্রিস সিলভারউড। ভারতের বিরুদ্ধে ম্যাচে ইংলিশদের ব্যাটিং ব্যর্থতার জন্যই হারতে হয়েছে। ওই ম্যাচে বেশ ভালোভাবেই অনুভূত হয়েছে বেন স্টোকসের অভাব।

এর চেয়েও বাজে পরিস্থিতি থেকে ইংল্যান্ডকে বাঁচানোর অভিজ্ঞতা আছে স্টোকসের। কিন্তু দলের সেরা অস্ত্রকে পাচ্ছেন না ইংলিশ কোচ। কারণ জুলাইয়ের শেষের দিকে মানসিক অবসাদ থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেট থেকে ছুটি নিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।

নিউজিল্যান্ডে জন্ম নেওয়া এই তারকা ক্রিকেটার পরিবার নিয়ে অনেক দিন থেকেই বেশ ঝামেলার মধ্যে ছিলেন। তাছাড়া টানা খেলার মধ্যে থাকার কারণেও হাঁপিয়ে উঠেছিলেন। সে কারণেই ছুটি নিয়েছেন। তবে ইংল্যান্ডের এই কঠিন পরিস্থিতিতে স্টোকসকে স্মরণ করলেন কোচ। সিলভারউড বলেন, ‘স্টোকস যে কারণে ছুটি নিয়েছেন তাকে ফেরার জন্য চাপ দেওয়াও ঠিক হবে না। তাকে আমরা চাপ দিচ্ছিও না। তবে আমরা স্টোকসের জন্য অপেক্ষায় থাকব।’

ইংলিশ কোচ বলেন, ‘আমি যত দূর জানি, বেন এখন ভালো আছেন। তার পরিবারও ভালো। হয়তো ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আবার বিশ্বাস, বেন আরও ভালোভাবে ফিরবেন। তবে ঠিক কখন ফিরবেন সেটা জানি না। কিন্তু স্টোকসের সমর্থকরাও তাকে দলে দেখার জন্য উদগ্রীব হয়ে আছে। আমরাও তার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। বেনের যে কোনো ধরনের সহযোগিতা লাগলে আমরা প্রস্তুত আছি।’

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের তৃতীয় টেস্ট লিডসে ২৫ আগস্ট শুরু হবে। ইতিমধ্যে ১-০-তে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। ইংলিশদের আশা, এর আগেই ফিরুক তাদের সেরা তারকা বেন স্টোকস।

সর্বশেষ খবর