বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

২৯ আগস্ট মাঠে নামছেন মেসি

ক্রীড়া ডেস্ক

২৯ আগস্ট মাঠে নামছেন মেসি

বার্সেলোনা এখন অতীত। পিএসজি বর্তমান। বার্সেলোনার ঘরের ছেলে হয়ে যাওয়া মেসির নতুন ঠিকানা ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি)। ফরাসি ক্লাবে মেসি নাম লিখেছেন দুই বছরের জন্য। নতুন ক্লাবে নাম লেখালেও মাঠে নামেননি মেসি। ফুটবলপ্রেমীরা অধীর অপেক্ষায় মেসি কবে নামবেন তার জার্সি পরে। কবে নামবেন নেইমার, এমবাপ্পে, অ্যাঞ্জেল ডি মারিয়ার সতীর্থ হয়ে? এতদিন জানায়নি পিএসজি। এবার জানিয়েছে কবে ছয়বারের বিশ্বসেরা ফুটবলার মাঠে নামবেন। আগামী ২৯ আগস্ট রেইমসের বিপক্ষে মাঠে দেখা যাবে মেসিকে।

বিশ্বের অন্যতম সেরা ফুটবলার সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেছেন কোপা আমেরিকা কাপে। চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করতে মেসি সামনে থেকে নেতৃত্ব দেন। এরপর আর মাঠে নামেননি। অথচ পিএসজি এর মধ্যেই লিগ ওয়ানে দুটি ম্যাচ খেলে ফেলেছেন। দলটির কোচ মাওরো পচেত্তিনো চাইছেন শতভাগ ফিট ৩৪ বছর বয়সী মেসিকে, ‘কোপা আমেরিকা কাপের ফাইনালের পর এখন পর্যন্ত দুই দিন অনুশীলন করেছে মেসি। আমরা তাড়াহুড়ো করব না। ধীরে ধীরে একে অপরকে জানার চেষ্টা করব। মেসি পুরোপুরি সুস্থ হোক।

দলের সঙ্গে ভালোভাবে মিশে যাক। তারপরই অভিষেক হবে তার।’

স্ট্রার্সবার্গের বিপক্ষে ৪-২ গোলের জয়ের পর পচেত্তিনো এমনটাই বলেছিলেন। আর ওই ম্যাচেই সার্জিও রামোসদের সঙ্গে মেসিকে বরণ করে নেয় পিএসজি।

সর্বশেষ খবর