শুক্রবার, ২০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

এবার বেঙ্গালুরু বধের মিশন

‘জয়টা খুব জরুরি ছিল। এবার পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেব আমরা। প্রতিটা দলই শক্তিশালী। প্রতিটা ম্যাচই ফাইনালের মতো।’

এবার বেঙ্গালুরু বধের মিশন

বিদেশের মাটিতে অভিষেক ম্যাচ জিতে ফুরফুরে মেজাজে বসুন্ধরা কিংসের ফুটবলাররা -বাংলাদেশ প্রতিদিন

সাগরপাড়ে দাঁড়িয়ে আছে মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত জেন হোটেলের সুউচ্চ বিল্ডিং। রুফটপে রেলিং দিয়ে ঘেরা সুইমিংপুল। দিগন্তে চোখ মেললে দেখা যায় মালদ্বীপের ছোট ছোট অসংখ্য আইল্যান্ড। কোনোটাতে রিসোর্ট, কোনোটা ব্যবহৃত হচ্ছে সরকারি কাজে। কোনো কোনো দ্বীপে নতুন নতুন স্থাপনা গড়ে উঠছে। গভীর সমুদ্রে নোনা জলের মধ্য থেকে মাথা উঁচু করে সেসব বিল্ডিং বিশ্ব দরবারে জানান দিচ্ছে মালদ্বীপের সরব উপস্থিতি। টিম হোটেলের সুইমিংপুলেই তপু বর্মণদের ক্লাস নিলেন বসুন্ধরা কিংসের ট্রেনার।

গত বুধবার বসুন্ধরা কিংসের জার্সিতে মাঠে নামা ফুটবলাররা একে একে হোটেলের উপরতলায় উঠে এলেন। সবার আগে এলেন মাশুক মিয়া জনি। বেশ কিছুক্ষণ কড়া রোদ পড়তে দিলেন উন্মুক্ত শরীরে। ভিটামিন ডির চাহিদা মিটবে এতে। অন্যরাও ধীরে ধীরে চলে এলেন। এক ফাঁকে ছুটে এলেন কোচ অস্কার ব্রুজোন। রিকভারি সেশনে কেউ ফাঁকি দিচ্ছে কি না, যাচাই করে গেলেন। তপু-রবসনরা সুইমিংপুলে নেমে ট্রেনারের নির্দেশমতো কাজ করে গেলেন। মাজিয়ার বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে ক্লান্ত পেশিগুলো শিথিল করলেন পানিতে ডুবিয়ে। মাজিয়ার বিপক্ষে যারা খেলার সুযোগ পাননি, তারা কঠোর অনুশীলন করলেন। পরবর্তীতে মাঠে নামার আশায় প্রচ- রোদ উপেক্ষা করে ঘাম ঝরালেন।

এএফসি কাপ ডি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বসুন্ধরা কিংস। দৃষ্টিনন্দন এক গোল করে সবাইকে চমকে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। তবে এতেই শেষ নয়। প্রথম জয়ে বসুন্ধরা কিংসের সামনের পথ কিছুটা মসৃণ হলেও কঠিন চ্যালেঞ্জ এখনো আছে। কাল ভারতীয় ক্লাব বেঙ্গালুরুর মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। প্রথম ম্যাচে স্বদেশি মোহনবাগানের কাছে হারলেও বেঙ্গালুরুকে গুরুত্ব দিতেই হবে। টুর্নামেন্টে টিকে থাকতে তারাও মরিয়া হয়ে লড়বে। বেঙ্গালুরু এমন এক দল যেখানে ভারতের জাতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী খেলেন। এই দলে আছেন গুরপ্রিত সিংয়ের মতো অভিজ্ঞ গোলরক্ষক। তপু বর্মণদের জন্য বেঙ্গালুরু ম্যাচটি তাই বাড়তি উন্মাদনা জোগাবে। কাতার বিশ্বকাপের বাছাই পর্বে সুনীল ছেত্রীর কাছে হেরেছিলেন তপু বর্মণরা। জার্সির রং বদলালেও প্রতিশোধের আগুন তো একই আছে!

বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন প্রথম ম্যাচ জিতে বলেছেন, ‘জয়টা খুব জরুরি ছিল। এবার পরের ম্যাচের জন্য প্রস্তুতি নেব আমরা। প্রতিটা দলই শক্তিশালী। প্রতিটা ম্যাচই ফাইনালের মতো।’ এএফসি কাপে ইন্টার-জোন প্লে অফ সেমিফাইনাল খেলতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে বসুন্ধরা কিংসকে। এ কারণে তিনটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে কাল মোহনবাগান পয়েন্ট হারালে আর বসুন্ধরা কিংস নিজেদের ম্যাচে জিতলে সমীকরণ অনেকটাই সহজ হয়ে যাবে। সেক্ষেত্রে মঙ্গলবার মোহনবাগানের সঙ্গে ড্র করলেই পরের রাউন্ডে খেলবে অস্কার ব্রুজোনের দল। দলের ইরানি ডিফেন্ডার খালিদ শাফি অবশ্য সামনের প্রতিটা ম্যাচই জিততে চান।

সর্বশেষ খবর