শুক্রবার, ২০ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ফিরলেন মুশফিক লিটন বিপ্লব

ক্রীড়া প্রতিবেদক

বায়ো বাবল শর্তের জন্য অস্ট্রেলিয়া সিরিজে খেলা হয়নি মুশফিকুর রহিমের। পারিবারিক কারণে খেলতে পারেননি লিটন দাস ও আমিনুল ইসলাম বিপ্লব। তিন ক্রিকেটারের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজ জিততে কোনো সমস্যা হয়নি বাংলাদেশের। টাইগাররা এখন প্রস্তুতি নিচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের। ১ সেপ্টেম্বর শুরু সিরিজ খেলতে টম লাথামের নেতৃত্বে ব্ল্যাক ক্যাপসরা ঢাকায় আসবে ২৪ আগস্ট। সিরিজের জন্য গতকাল ১৯ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। ফিরেছেন মুশফিক, লিটন ও আমিনুল। বাদ পড়েছেন মোহাম্মদ মিথুন। ইনজুরির জন্য নেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ছিল ১৭ সদস্যের। বাড়তি বিকল্প ক্রিকেটার রাখতে এবার নেওয়া হয়েছে ১৯ ক্রিকেটার। সিরিজের ম্যাচগুলো মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিকাল ৪টায় শুরু হবে যথাক্রমে ১, ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।            

অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সিরিজে ছিলেন মিথুন। কিন্তু একটি ম্যাচও খেলেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে তার রান ছিল যথাক্রমে ৪ ও ১। এমন পারফরম্যান্সেই দলে সুযোগ হয়নি এই মিডল অর্ডার ব্যাটসম্যানের। অসিদের বিপক্ষে পুরোপুরি ব্যর্থ ছিলেন জিম্বাবুয়েতে সিরিজ সেরা সৌম্য সরকার। যদিও অসিদের বিপক্ষে দুই ওপেনার সৌম্য ও মোহাম্মদ নাঈম শেখ কখনই বড় স্কোর গড়তে পারেননি। লিটন ফেরায় অধিনায়ক মাহমুদুল্লাহ আত্মবিশ্বাসী হতেই পারেন আনকোরা ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে। আমিনুল বিপ্লব খেলেননি বাবার মৃত্যুতে দেশে ফিরে আসায়। বিপ্লবের ফেরায় দলে এখন স্পেশালিস্ট সংখ্যা ৪। বাকি তিনজন সাকিব আল হাসান, নাসুম আহমেদ ও তাইজুল ইসলাম। চার স্পিনারের তিনজন বাঁ-হাতি এবং বিপ্লব লেগ স্পিনার।  পেসার আগের মতোই মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফুদ্দিন।

সর্বশেষ খবর