সোমবার, ২৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বন্ধু যখন প্রতিপক্ষ

বন্ধু যখন প্রতিপক্ষ

প্রায় এক যুগ আগের কথা। বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন তখন আরসি সেল্টা ভিগোর যুব দলের কোচ। প্রায় কাছাকাছি সময়ে স্প্যানিশ এই ক্লাবে মূল দলের সহকারী কোচ ছিলেন বর্তমান এ টি কে মোহনবাগানের স্প্যানিশ কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস। কিছুদিনের জন্য সেল্টা ভিগোতে মূল দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। সেসময় স্পেনের ফুটবলে সেল্টা ভিগোর উত্থান যুগ চলছিল। দ্বিতীয় বিভাগ থেকে প্রথম বিভাগে উঠার লড়াই করছিল দলটা। বর্তমানে লা লিগায় প্রায় বড় বড় দলগুলোকে হারিয়ে দেয় সেল্টা ভিগো। দলটির উত্থানের পেছনে অস্কার ব্রুজোন আর অ্যান্টোনিও লোপেজের অবদান অনেক।

এএফসি কাপে ডি গ্রুপের লড়াইয়ে মুখোমুখি পুরনো দুই বন্ধু। দুজনকে ঠিক বন্ধু বলা যায় না। হাবাস ৬৪ বছরের বয়োবৃদ্ধ। ৪৪ বছরের অস্কারকে সেই তুলনায় যুবকই বলা চলে। তবে দুজনের প্রতি দুজনের রয়েছে অগাধ শ্রদ্ধা। অস্কার ব্রুজোন বললেন, ‘অ্যান্টোনিও লোপেজের ঝুলি অভিজ্ঞতায় ভরপুর। আমার কাছে বড় ভাইয়ের মতো। সেল্টা ভিগোতে কাজ করার সময় থেকেই দুজনের মধ্যে দারুণ একটা সম্পর্ক বিরাজমান।’ এক সময় দুজনে অনেক আলাপ হতো ফুটবল নিয়ে। সেসব বহু আগের কথা। এখন দুজনের কাঁধে দুই ক্লাবের দায়িত্ব। ফুটবল নিয়ে চিন্তা ধারায়ও এসেছে বেশ পরিবর্তন।

বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন গোলবার অক্ষত রাখার দিকে নজর দেন বেশি। এ কারণে তার দলের ‘ক্লিন শিট’ও বেশি। শিষ্যদের মাঠে নামার সময় বার বার মনে করিয়ে দেন, গোলবার অক্ষত রাখতে হবে। নিজেদের ডিফেন্স মজবুত রেখে প্রতিপক্ষের অর্ধে আক্রমণে পাঠান শিষ্যদের। আনিসুর রহমান জিকো যেমন বললেন, ‘কোচ সব সময়ই নিজেদের গোলবার অক্ষত রাখার উপরে জোর দেন।’ বিপরীত দিকে এ টি কে মোহনবাগানের কোচ হাবাস সাধারণত আক্রমণাত্মক ফুটবল থেকে বের হতে চান না। প্রয়োজনে গোল হজম করতেও রাজি তিনি। গত ম্যাচে মালদ্বীপের মাজিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলতে গিয়ে প্রথমে গোল হজম করেছিল এ টি কে মোহনবাগান। পিছিয়ে পড়েও দলটা জয় নিয়ে মাঠ ছেড়েছে। সামনেই বসুন্ধরা কিংস। অস্কার ব্রুজোনের দল সম্পর্কে হাবাস বলেন, ‘বসুন্ধরা খুবই ভালো দল। তাদের সঙ্গে আমাদের ড্র করলেও চলবে পরের ম্যাচে। তবে আমরা জয়ের লক্ষ্যেই খেলতে নামব।’ পুরনো মিত্রকে কোনো সুযোগ দিতে রাজি নন অ্যান্টোনিও লোপেজ হাবাস।

এএফসি কাপে দুটি করে ম্যাচ খেলার পর স্বাগতিক মালদ্বীপের ক্লাব মাজিয়া ও ভারতীয় ক্লাব বেঙ্গালুরু এফসির বিদায় নিশ্চিত হয়ে গেছে। এবার লড়াইটা বসুন্ধরা কিংস ও এ টি কে মোহনবাগানের মধ্যে। অস্কারের দল ৪ পয়েন্ট সংগ্রহ করেছে দুই ম্যাচে। ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে মোহনবাগান। ইন্টার-জোন প্লে অফ সেমিফাইনালে খেলতে হলে গ্রুপের সেরা হতে হবে বসুন্ধরা কিংসকে। তাই আগামীকাল অস্কারের শিষ্যদের জিততেই হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর