সোমবার, ২৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

অযোগ্য নেতৃত্বেই ব্রাদার্সের অবনমন

ক্রীড়া প্রতিবেদক

অযোগ্য নেতৃত্বেই ব্রাদার্সের অবনমন

হাসানুজ্জামান খান বাবলু

ব্রাদার্স ইউনিয়ন নামটি আমার রক্তের সঙ্গে মিশে গেছে। ফুটবলে যারা নতুনত্ব এনেছিল সেই ব্রাদার্স রেলিগেশনে। তা কী মানা যায়? আবেগাপ্লুত কণ্ঠে কথাগুলো বলছিলেন এক সময় মাঠ কাঁপানো ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু। যিনি ১৯৭৩ তৃতীয়, ১৯৭৪ দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড় ছিলেন। সত্যি বলতে কি ব্রাদার্সকে জনপ্রিয় করার পেছনে তিনটি নাম বেশি উচ্চারিত হয়। বাবলু, সেলিম ও মোহসিন। ১৯৭৫ সালে প্রথম বিভাগ লিগে ওঠার পেছনে এ ত্রি-রত্নের অবদান ভোলবার নয়। আবাহানীকে হারিয়ে যাত্রা শুরু। এরপর গোপীবাগের দলটিকে আর পেছনে তাকাতে হয়নি। মোহামেডান ও আবাহনীকে পাল্লা দিয়ে তৃতীয় শক্তির খ্যাতি পেয়েছিল কমলা রংয়ের জার্সিধারী ব্রাদার্স। কত সাফল্য, কত আনন্দের স্মৃতি। অথচ সেই ব্রাদার্সের এমন হাল হবে কেউ কি ভেবেছিলেন।

বাবলু জানালেন, খেলোয়াড় নয়, এই অধঃপতনের জন্য আমি কমিটিকে দায়ী করব। অযোগ্য নেতৃত্বই ব্রাদার্সের অবনমন। বলা হচ্ছে অর্থ সংকটেই পেশাদার লিগ থেকে নেমে গেছে। আমি তা কোনোভাবেই মানব না। যদি তাই হয়, দায়িত্ব ছাড়ল না কেন? নিজেরা লাভবান হবেন আর ক্লাব ধ্বংস হয়ে যাবে সেদিকে নজরই নেই। রেলিগেটেড মানেই সব শেষ হয়ে যাওয়া নয়। শক্তিশালী দল গড়লেই পেশাদার লিগে ফেরা সম্ভব। তবে যোগ্য নেতৃত্ব জরুরি হয়ে পড়েছে।

 

 

সর্বশেষ খবর