বুধবার, ২৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা
রেফারির বিতর্কিত সিদ্ধান্তে কিংসের স্বপ্নভঙ্গ

কেন এই লাল কার্ড?

কেন এই লাল কার্ড?

ফাউল করেন মোহনবাগানের সুবাশিষ আর লাল কার্ড দেখানো হয় কিংসের সুশান্তকে। বাতাসে ভেসে আসা বল রিসিভ কিংসের সুশান্ত নিজেকে স্থির করার আগেই পিছন থেকে মোহনবাগানের সুবাশিষ তার গলা পেঁচিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।  চোট গুরুতর হওয়ায় যখন সুশান্তকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই তাকে লাল কার্ড দেখান রেফারি। এই বিতর্কিত সিদ্ধান্তেই এএফসি কাপে স্বপ্নভঙ্গ হলো বসুন্ধরা কিংসের

এএফসি কাপ মিশন সামনে এগিয়ে নিতে প্রয়োজন ছিল জয়ের। সে লক্ষ্যে দারুণ এক পরিকল্পনা করেছিলেন বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। কোচের পরিকল্পনা মাঠে বাস্তবায়ন করছিলেন তপু বর্মণরা। ভারতীয় ক্লাব মোহনবাগানের জালে বল জড়িয়ে এগিয়ে গিয়েছিলেন ম্যাচে। কিন্তু বিতর্কিত এক লাল কার্ডে স্বপ্ন শেষ হয়ে গেল অস্কার ব্রুজোনের শিষ্যদের। ১০ জনের দল নিয়ে মোহনবাগানের সঙ্গে ড্র করলেও ইন্টারজোন প্লে অফ সেমিফাইনালে খেলা হলো না বসুন্ধরা কিংসের। ডি গ্রুপে সাত পয়েন্ট নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করল মোহনবাগান। পাঁচ পয়েন্ট নিয়ে বিদায় বসুন্ধরা কিংসের।

মালদ্বীপের ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জনাথন ফার্নান্দেজের দৃষ্টিনন্দন এক গোলে এগিয়ে বসুন্ধরা কিংস। প্রথমার্ধ্ব শেষ হওয়ার বাঁশি বাজার অপেক্ষা। এরই মধ্যে বিতর্কিত এক ঘটনার দেখা মিলল। সুশান্ত ত্রিপুরাকে সরাসরি লাল কার্ড দেখিয়ে দিলেন ওমানের রেফারি কাসিম মাতার আল হাতমি। অবাক হয়ে যায় স্টেডিয়ামে উপস্থিত সবাই। সত্যিই কী এটা লাল কার্ড হওয়ার মতো ফাউল ছিল! রিপ্লেতে দেখা গেল, বাতাসে ভেসে আসা বল রিসিভ করে সুশান্ত নিজেকে স্থির করার আগেই পিছন থেকে মোহনবাগানের সুবাশিষ তার গলা পেঁচিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দুজনেই বেশ কিছুক্ষণ মাটিতে গড়াগড়ি দিতে থাকেন। কিছুক্ষণ পর স্ট্রেচারে চড়ে মাঠের বাইরে যাওয়ার পথে রেফারি সুশান্তকে লাল কার্ড দেখিয়ে দেন। এগিয়ে থাকা বসুন্ধরা কিংসের জন্য ম্যাচের অনেকটাই সেখানে শেষ হয়ে যায়। সংবাদ সম্মেলনে এসে বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন সুশান্তের লাল কার্ড নিয়ে বললেন, ‘আমি রেফারির বিপক্ষে কিছু বলতে চাই না। কিন্তু মাঠে যা হয়েছে সবাই দেখেছেন। এমন রেফারিংয়ের বিরুদ্ধে বসুন্ধরা কিংসের উচিত অভিযোগ জানানো।’

বিনিদ্র রজনী। ঘাম ঝরানো দুপুর। দুশ্চিন্তার বিকাল। বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোনের গত কয়েকটা দিন এভাবেই কেটেছে। মালদ্বীপের অপার সৌন্দর্য্য কিংবা পূর্ণিমার আলোজে ঝিকমিক করতে থাকা সমুদ্রের অজ¯্র জলরাশি কোনোটাই দেখার ভাগ্য হয়নি স্প্যানিশ এ কোচের। তবে ইন্টার জোন প্লে অফ সেমিফাইনাল খেলার আশা পূরণ হলে, এসব হয়তো গায়েই মাখতেন না তিনি। গতকাল দারুণ এক পরিকল্পনা নিয়ে শিষ্যদের মাঠে পাঠিয়েছিলেন। নি-িদ্র ডিফেন্স আর হঠাৎ হঠাৎ কাউন্টার অ্যাটাক। এমনকি ম্যাচের শেষ পর্যন্ত একই রণকৌশলে খেলেছেন রবসনরা। শেষদিকে বসুন্ধরা কিংসের আক্রমণ সামলাতে বেশ হিমশিম খেতে হয়েছে মোহনবাগানকে। তবে বিধি বাম! লড়াইটা ১১ আর ১০ জনে হওয়ায় কিংসের আক্রমণের স্রোত রুখে দিয়েছে ভারতীয় ক্লাবটি। ম্যাচের ২৮ মিনিটে করা জনাথন ফার্নান্দেজের গোলে পিছিয়ে পড়া মোহনবাগানকে ৬২ মিনিটে সমতায় ফেরান ডেভিড উইলিয়ামস। ১-১ সমতাতেই শেষ হয় ম্যাচ। রয় কৃষ্ণারা পেয়ে যান এক পয়েন্ট। পরের রাউন্ডে যাওয়ার জন্য এই একটা পয়েন্টই প্রয়োজনই ছিল মোহনবাগানের। দলের স্প্যানিশ কোচ অ্যান্টোনিও লোপেজ বলে গেলেন, ‘বসুন্ধরা কিংস শক্তিশালী দল। তাদের সঙ্গে ড্র করে পরের রাউন্ড নিশ্চিত করেছি আমরা। নিজেদের নিয়ে এবার গর্ব করতে পারি।’

এএফসি কাপে ২০২০ সালে একটি ম্যাচ খেলেছিল বসুন্ধরা কিংস। সেই ম্যাচে টিসি স্পোর্টসকে তারা হারিয়েছিল ৫-১ গোলে। আর্জেন্টিনার হারনান বারকোস ছিলেন সে ম্যাচের নায়ক। মাজিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে এবার এএফসি কাপ মিশন শুরু করে বসুন্ধরা। বেঙ্গালুরুর সঙ্গে গোল শূন্য ড্র। মোহনবাগানের সঙ্গে ১-১ গোলে ড্র। এশিয়ান লেভেলে টানা চার ম্যাচ অপরাজিত বাংলাদেশে টানা দুবারের লিগ চ্যাম্পিয়নরা। অস্কার ব্রুজোন সংবাদ সম্মেলন ছেড়ে যেতে যেতে বললেন, ‘আমাদের উচিত নিজেদের নিয়ে গর্ব করা। কারণ, আমরা অসাধারণ ফুটবল খেলেছি।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর