বুধবার, ২৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ঢাকা এসে আক্রান্ত অ্যালেন

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা এসে আক্রান্ত অ্যালেন

পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ খেলতে গতকাল সকালে ঢাকায় এসেছে টম ল্যাথামের নেতৃত্বে  নিউজিল্যান্ডের ১৩ ক্রিকেটার। গত শুক্রবার ইংল্যান্ড থেকে ‘দ্য হান্ড্রেডস’ খেলে ইংল্যান্ড থেকে সরাসরি ঢাকায় আসেন ওপেনার ফিন অ্যালেন ও অলরাউন্ডার কলিন ডি গ্রান্ডহোম। হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর পরই দুই কিউই ক্রিকেটার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তিনদিনের আইসোলেশনে চলে যান। দুই ক্রিকেটারই এসেছিলেন টিকার দুই ডোজ নিয়ে। ঢাকায় আসার ৪৮ ঘণ্টা আগেও অ্যালেন করোনা নেগেটিভ ছিলেন। কিন্তু ঢাকায় করোনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন তিনি। তাকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে। অ্যালেনের করোনা পজিটিভ কোনো ধরনের প্রভাব ফেলবে না সিরিজে বলেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, ‘প্রোটোকল মেনে ফিল অ্যালেনকে আইসোলেশনে নিয়ে যাওয়া হয়েছে। তার করোনা পজিটিভ কোনো প্রভাব ফেলবে না সিরিজের উপর। তাকে আবারও করোনা পরীক্ষা করা হবে। যদি নেগেটিভ ফল আসে, তখন তাকে দলের সঙ্গে যোগ দিতে দেওয়া হবে।’ নিউজিল্যান্ড দল গতকাল ঢাকায় পৌঁছেই তিনদিনের আইসোলেশনে রয়েছেন। দুই দেশের বাইলেটারাল সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। বাকি চার ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ বিকাল ৪টায় শুরু হবে মিরপুর স্টেডিয়ামে।

সর্বশেষ খবর