বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বিসিবির বার্ষিক সাধারণ সভা আজ

ক্রীড়া প্রতিবেদক

বিসিবির বার্ষিক সাধারণ সভা আজ

পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ঢাকায়। করোনাভাইরাস ভীতি নিয়ে ব্ল্যাক ক্যাপসদের আতিথেয়তা দিচ্ছে ক্রিকেট বোর্ড। অন্যদিকে বিসিবি আজ পুরোপুরি প্রস্তুত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজনের। আজ দুুপুরে একটি হোটেলে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এজিএমে আমন্ত্রিত বিসিবির কাউন্সিলর সংখ্যা ১৬৬। বিসিবির সর্বশেষ এজিএম অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ২ অক্টোবর। তার আগে হয়েছিল ২০১২ সালের মার্চ এবং এর আগে হয়েছিল ২০১০ সালের ২৪ অক্টোবর। গত চার বছরে এজিএম না হওয়ার কারণ হিসেবে বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, ‘গত দুই বছর হয়নি করোনাভাইরাসের জন্য। তবে প্রতি বছরেরটা প্রতিবছরই করে ফেললে সুবিধা হয়।’ আজকের এজিএমে বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনের উপস্থিতিতে গত তিন অর্থবছরের (২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০) বিসিবির যাবতীয় কার্যক্রম, হিসাব, নিরীক্ষা তুলে ধরা হবে।

সর্বশেষ খবর