বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ভারতের লজ্জার ‘৭৮’

ক্রীড়া ডেস্ক

ভারতের লজ্জার ‘৭৮’

ভারতকে ৭৮ রানে অলআউট করে উচ্ছ্বসিত ইংলিশ পেসাররা -এএফপি

লর্ডস টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত। লর্ডসে মাটিতে দুর্দান্ত জয়ের আত্মবিশ্বাস নিয়ে  লিডসে খেলতে নামেন বিরাট কোহলিরা। কিন্তু জো রুটের ইংল্যান্ডের বোলিং তোপে ল-ভ- হয়ে যায় কোহলি বাহিনী। মাত্র ৪০.৪ ওভারে ৭৮ রানে অলআউট হয়ে লজ্জায় লাল হয়। ইংল্যান্ডের বিপক্ষে এটা সর্বনিম্ন স্কোর নয়, এটা  তৃতীয় সর্বনিম্ন। ১৯৭৪ সালে লর্ডসে ৪২ এবং ১৯৫২ সালে ম্যাঞ্চেস্টারে ৫৮ রানে অলআউট হয়েছিল ভারত। টেস্ট ক্রিকেটে অবশ্য ভারতের সর্বনিম্ন স্কোর ৩৬। গত বছর অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলি বাহিনীর সর্বনিম্ন স্কোরটির স্থায়িত্ব ছিল মাত্র ২১.২ ওভার। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে এ নিয়ে ১০ বার শয়ের নিচে অলআউট হয়েছে ভারত।

নটিংহাম টেস্টটি শেষ দিনে বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। লর্ডসে ফল হয়। গতকাল টস জিতে লিডসে ব্যাট করতে নামে কোহলি বাহিনী। কিন্তু জেমস অ্যান্ডারসন, ওলি রবিনসন, স্যাম কুরান ও ক্রেইগ ওভারটনের সাঁড়াশি বোলিংয়ে মাত্র ৭৮ রানে অলআউট হয়। মাত্র দুজন ব্যাটসম্যান দুই অংকের রান করেন। ওপেনার রোহিত শর্মা সর্বোচ্চ ১৯ রান করেন ১০৫ বলে ১ চারে। আজিঙ্কা রাহানে ১৮ রান করেন ৫৪ বলে ৩ চারে। ভারতীয় অধিনায়ক ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে সাজঘরে ফিরেন মাত্র ৭ রানে। ইংলিশ বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন অ্যান্ডারসন ও ওভারটন এবং ২টি করে উইকেট নেন রবিনসন ও কুরান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর