বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

আফ্রিদিদের রোমাঞ্চকর জয়

ক্রীড়া ডেস্ক

দুই টেস্ট সিরিজের প্রথমটি ১ উইকেটে হেরে চাপে ছিল পাকিস্তান। সিরিজে সমতা আনতে তাই জ্যামাইকায় দ্বিতীয় টেস্টে জয়ের বিকল্প ছিল না সফরকারীদের। যদিও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আবহাওয়াও প্রতিপক্ষ হয়ে উঠেছিল পাকিস্তানের। এরমধ্যে বেশ কয়েকবার বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কোনো বাধাই প্রতিপক্ষ হতে পারেনি সফরকারীদের জয়ে। পাকিস্তানকে ১০৯ রানের রোমাঞ্চকর জয় উপহার দেন ২১ বছর বয়স্ক বাঁ হাতি ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি। ৩২৯ রানের টার্গেট ছুড়ে স্বাগতিক ক্যারিবীয়দের ২১৯ রানে গুটিয়ে দেন আফ্রিদি। দুই ইনিংসে ৯৪ রানে ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা বাঁ হাতি পেসার সিরিজ সেরাও হয়েছেন। গোটা সিরিজে তিনি ১৮ উইকেট নিয়েছেন।

প্রথম ইনিংসে ফাওয়াদ আলমের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩০২ রান তুলে ইনিংস ঘোষণা করে। ফাওয়াদের সেঞ্চুরি ছিল ২২ টেস্টে পঞ্চম। জবাবে আফ্রিদির আক্রমণাত্মক বোলিংয়ে ১৫০ রানে গুটিয়ে যায় ক্যারিবীয়রা। আফ্র্রিদি ৫১ রানের খরচে নেন ৬ উইকেট। ১৫২ রানে এগিয়ে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান তুলে ইনিংস ঘোষণা দেয় পাকিস্তান। টার্গেট দাঁড়ায় ৩২৯ রান। চতুর্থদিন স্বাগতিকরা শেষ করে ১ উইকেটে ৪৯ রান নিয়ে। রোমাঞ্চকর পঞ্চম দিন ক্যারিবীয়রা আরও ১৮০ রান যোগ করে হারায় ৯ উইকেট। ৮৩.২ ওভারে ২১৯ রানে অলআউট হয়ে হেরে যায়। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর