শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

‘একেবারে ধসিয়ে দিয়েছি’

হেডিংলি টেস্ট

ক্রীড়া ডেস্ক

‘একেবারে ধসিয়ে দিয়েছি’

কোনো রকম রাখঢাক না করে ইংলিশ তারকা পেসার জেমস অ্যান্ডারসন বললেন, ‘আমরা ভারতকে একেবারে ধসিয়ে দিয়েছি! বলে-ব্যাটে সমান তালে দাপট দেখাচ্ছি।’ ভারতকে মাত্র ৭৮ রানে অলআউট করে দেওয়ার পর ইংলিশ ব্যাটসম্যানরাও বাইশগজে দাপট দেখাচ্ছেন।

লর্ডস টেস্টে শেষ মুহূর্তে রোমাঞ্চকর জয়ের পর হেডিংলিতেও ইংলিশদের নাস্তানাবুদ করার ইঙ্গিত দিয়েছিলেন ভারতীয় দলপতি বিরাট কোহলি। সে কারণেই কিনা এ ম্যাচে অনেক বেশি আক্রমণাত্মক ইংলিশরা। প্রথম দিনে ভারতকে ৭৮ রানে অলআউট করে দেওয়ার পর বিনা উইকেটে ১২০ রান করেছিল ইংল্যান্ড। ক্রিকেটে তৃতীয়বারের মতো এমন ঘটনা ঘটল। এর আগে সব শেষ এমন ঘটনা ঘটেছিল ২০১০ সালে। মেলবোর্নে অস্ট্রেলিয়াকে মাত্র ৯৮ রানে অলআউট করে দেওয়ার পরই দুই ইংলিশ ওপেনার অ্যান্ড্রু স্ট্রস ও অ্যালিস্টার কুক মিলে ১৫৭ রান করে দিন পার করে দিয়েছিলেন। হেডিংলি টেস্টে দ্বিতীয় জো রুটের সেঞ্চুরিতে ৮ উইকেটে ৪২৩ রান করেছে ইংল্যান্ড। রুট ১২১ রান করেন। সিরিজে এটা তার টানা তৃতীয় সেঞ্চুরি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর