শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

এমবাপ্পের জন্য ২২০০ কোটি দাবি পিএসজির

ক্রীড়া ডেস্ক

এমবাপ্পের জন্য ২২০০ কোটি  দাবি পিএসজির

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলে সেকেন্ড উইন্ডোর শেষ সপ্তাহ চলছে। তার আগেই প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও রিয়াল মাদ্রিদ চাইছে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পের ইস্যুর মধুর সমাপ্তি। দুই বিশ্বসেরা ক্লাবের মধ্যে চলছে তুমুল দর কষাকষি। এমবাপ্পেকে দলে নিতে ইতিমধ্যেই ১৬০ মিলিয়ন ইউরো বা ১৬০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছে রিয়াল। পিএসজি বুঝে ফেলেছে এমবাপ্পেকে দলে রাখা কঠিন, তাই ফরাসি ক্লাবটি গতকাল ২২০ মিলিয়ন ইউরো বা ২২০০ কোটি টাকা দর হাঁকিয়েছে। স্প্যানিশ পত্রিকা মার্কা বিষয়টি নিশ্চিত করেছে। এমবাপ্পের দলবদল নিয়ে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানিয়েছেন, এমবাপ্পেকে দল ছাড়তে হবে পিএসজির শর্ত মেনে। লিওনার্দো বলেন, ‘এমবাপ্পেকে নিতে রিয়ালের প্রস্তাব যথেষ্ট নয়। কেননা ২০১৭ সালে পিএসজি ১৮০ মিলিয়ন ইউরো বা ১৮০০ কোটি টাকায় মোনাকো থেকে কিনেছি আমরা।’ সেজন্য এরচেয়ে কম মূল্যে বিক্রয় করতে চাইছে না। তাই ২২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে পিএসজি। ২০১৭ সালে এমবাপ্পের সঙ্গেই পিএসজি দলভুক্ত করেছিল নেইমারকে। বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান তারকাকে নিতে ২২২ মিলিয়ন ইউরো গুনেছিল।

সর্বশেষ খবর