শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ইংলিশ ক্রিকেট কিংবদন্তির বিদায়

ক্রীড়া ডেস্ক

ইংলিশ ক্রিকেট কিংবদন্তির বিদায়

‘থ্রি লায়ন্স’ খ্যাত ইংল্যান্ডের হয়ে ক্যারিয়ারে টেস্ট খেলেছেন ৬২টি। অধিনায়কত্বই করেছেন ৩০টি। টেড ডেক্সটার; ক্যারিয়ারে অসাধারণ ব্যাটিং করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। সাহসী ব্যাটিং করে বহু লড়াই জিতেছেন। কিন্তু জীবনের শেষ লড়াইয়ে জিততে পারেননি। হেরে গেছেন। ক্রিকেটের আইন নিয়ন্ত্রক সংস্থা মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি) তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। উলভারহ্যাম্পটনের একটি হাসপাতালে মারা গেছেন ডেক্সটার। সে সময়ে তার পাশে ছিলেন পরিবারের সদস্যরা। ১৯৫৮ সালে টেস্টে অভিষেক ডেক্সটারকে ইংল্যান্ডের সর্বকালের সেরা ক্রিকেটারদের তালিকায় জায়গা দিয়েছে এমসিসি। ১০ বছরের টেস্ট ক্যারিয়ংারে তিনি সবসময় প্রতিপক্ষ বোলারদের চেপে খেলতে পছন্দ করতেন। ব্যাটিং করতেন মিডল অর্ডারে। রান করেছেন ৯ সেঞ্চুরিতে ৪৯.৮৯ গড়ে ৪৫০২। দলের প্রয়োজনে বোলিংও করতেন। মিডিয়াম পেসে তিনি উইকেট নিয়েছেন ৩৪.৯৩ গড়ে ৬৬টি। ডেক্সটার এমসিসির সভাপতি ছিলেন। গত গ্রীষ্মে তার জায়গা হয় আইসিসির ‘হল অব ফেমে’। ২০০১ সালে কমান্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (সিবিই) পুরস্কারও পান তিনি।  

সর্বশেষ খবর