রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

মেসির অভিষেক

ক্রীড়া ডেস্ক

মেসির অভিষেক

বার্সেলোনার ঘরের ছেলে লিওনেল মেসি এখন প্যারিস সেন্ট জার্মেইনে। এটা পুরনো খবর। নতুন খবর হচ্ছে জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে নাম লিখেছেন ‘সিআর-সেভেন’ ক্রিস্টিয়ানো রোনালদো। এখন নতুন এক খবরের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। কিলিয়ান এমবাপ্পে হয়তো পিএসজি ছেড়ে নাম লেখাবেন রিয়াল মাাদ্রিদে। এত গেল ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলের সংবাদ। এখন সবার অপেক্ষা অর্জেন্টাইন স্ট্রাইকার ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেসির ফুটবল জাদু দেখার। দিন কয়েক আগে মেসি বার্সেলোনার সঙ্গে ২০ বছরের সম্পর্কচ্ছেদ করে নাম লিখেন নেইমার, অ্যাঙ্গেল ডি মারিয়া, এমবাপ্পেদের সঙ্গে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজি তিন ম্যাচ খেলে ফেলেছে। সাফল্য শতভাগ। আজ চার নম্বর ম্যাচ পয়েন্ট টেবিলের ১৩ নম্বর দল স্টেড রেইমসের বিপক্ষে খেলবে। ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন মেসির অভিষেকের। রেইমসের নিজস্ব স্টেডিয়ামের ২১ হাজার আসনের সবগুলো টিকিট ইতিমধ্যেই বিক্রয় হয়ে গেছে। তবে মেসি খেলবেন কিনা এখনও নিশ্চিত করেননি কোচ।

মেসিকে যখন দলভুক্ত করে পিএসজি, তখন এক ম্যাচ খেলে ফেলেছিল দলটি। স্ট্রার্সবার্গ ও ব্রেস্টের বিপক্ষে জয় পেয়েছে যথাক্রমে ৪-২ গোলে। ব্রেস্টের বিপক্ষে জয়ের পর পিএসজি কোচ মারিসিও পচেত্তিনো জানিয়েছিলেন, রবিবার পিএসজির হয়ে খেলবেন মেসি। ছয়বারের বিশ্বসেরা ফুটবলার কোপা আমেরিকা জয়ের পর অনেকদিন মাঠের বাইরে ছিলেন। তাই দলভুক্ত করেও শতভাগ ফিটনেসের আগে নেইমার, এমবাপ্পে, ডি মারিয়াদের সঙ্গী হিসেবে মাঠে নামাননি মেসিকে। ফাইনালে ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বড় কোনো ট্রফি জিতেছেন মেসি। এখন তাকে নিয়ে স্বপ্ন দেখছে আর্জেন্টিনা বিশ্বজয়ের। ল্যাটিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব খেলছে দলটি। ব্রাজিলের পেছনে রয়েছেন মেসিরা। বিশ্বকাপ বাছাইপর্বে খেলার আগে তিনি পিএসজির হয়ে ম্যাচ খেলে নিজেকে ফিট করে নেবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর