রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

স্বপ্ন পূরণের আশায় রবীন্দ্র রাচিন

ক্রীড়া প্রতিবেদক

মূল ক্রিকেটাররা থাকলে হয়তো তার আসাই হয়তো না। যদিও নিউজিল্যান্ডের জাতীয় দলে সুযোগ পেয়েছেন আগে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ স্কোয়াডে ছিলেন। ছিলেন ইংল্যান্ড সফরে টেস্ট স্কোয়াডেও। কিন্তু খেলা হয়নি। না খেললেও জাতীয় দলের ড্রেসিং রুমের পরিবেশটা বেশ ভালোই জানা ২২ বছর বয়সী রাচিন রবীন্দ্রের। এখন স্বপ্ন পূরণের অপেক্ষায় বাঁ হাতি স্পিন অলরাউন্ডার। পাঁচ ম্যাচ টি-২০ সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দল এখন ঢাকায়। ব্ল্যাক ক্যাপসদের পক্ষে খেলার স্বপ্ন নিয়েও রবীন্দ্র এবারই প্রথম বাংলাদেশে আসেননি। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ খেলতে এসেছিলেন। তার ভালো ধারণা রয়েছে এখানকার উইকেট ও  পরিবেশ সম্পর্কে। ভারতীয় বাবা-মায়ের সন্তান রবীন্দ্র নিজের স্বপ্ন পূরণের সিরিজে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে সমীহই করেছেন। জানিয়েছেন, বাংলাদেশের বেশ কয়েকজন বিশ্বমানের ক্রিকেটার রয়েছেন, ‘বাংলাদেশ খুব ভালো দল। বেশ কয়েকজন বিশ্বমানের ক্রিকেটার রয়েছেন দলটিতে। যেমন সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিকুর, মুস্তাফিজুর। এই কন্ডিশনে তারা কিভাবে মানিয়ে নেন, সেটাও শেখার আছে।’

কিছুদিন আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে টি-২০ সিরিজে বিধ্বস্ত করেছে বাংলাদেশ। ওই সিরিজের টাইগার পারফরম্যান্সের পাশাপাশি উইকেটও রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সিরিজটিতে দুই দলের সর্বোচ্চ স্কোর ছিল ১৩১।

 

সর্বশেষ খবর