রবিবার, ২৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা
নতুন মৌসুমে দলবদল

পারিশ্রমিক বাড়ছে ফুটবলারদের

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় দলের ভরাডুবি ও ফিফা র‌্যাঙ্কিয়ে ভুটানের নিচে থাকার পরও নতুন মৌসুমে নাকি ফুটবলারদের পারিশ্রমিক বাড়ছে। বাড়ছে বললে ভুল হবে তা আকাশ ছোঁয়ার মতো। আগের বার ফুটবলাররা তেমনভাবে পারিশ্রমিক পাননি। লিগ না হওয়ায় তাদের অর্থ বাড়লেও তা ছিল সামান্য।

এর আগে ফুটবলারের সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ৬৫ বা ৭০ লাখ। এবার নাকি তা ৮০ কিংবা ৯০ লাখে ঠেকছে। দেশের পরিচিত এক ডিফেন্ডারই হতে পারেন আগামী মৌসুমে সর্বোচ্চ অর্থ পাওয়া ফুটবলার। একজন তারকা গোলরক্ষকের ডিমান্ডও নাকি এমন। শেখ রাসেল ক্রীড়াচক্রের পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিম বললেন, জাতীয় দলে খেলা খেলোয়াড়দের ডিমান্ড ৯০, ৮০ ও ৭০ লাখের নিচে না। এবার লিগে নতুন হিসেবে যারা ভালো খেলেছেন তারাও ৬০ বা ৫০ লাখের নিচে নামতে চান না।

ফুটবলারদের টানাটানি শুরু হলেও কে কোন দলে যাবেন তা কর্মকর্তারা জানাতে চাচ্ছেন না। বসুন্ধরা কিংস টানা দুবার চ্যাম্পিয়ন হওয়ায় সামনে হ্যাটট্রিকের সুযোগ আছে। সুতরাং তারা শক্তিশালী দল ধরে রাখবে এটাই স্বাভাবিক। তবে পারফরম্যান্সে সন্তুষ্ট না হওয়ায় কিংস বেশ ক’জন ফুটবলারকে ছেড়েও দিচ্ছে।

ক্লাব সভাপতি ইমরুল হাসান বলেন, এখনো আমাদের তিন ম্যাচ বাকি আছে। দল গঠনের পরিকল্পনা নেব সময় এলেই। তারুণ্যনির্ভর দল গড়ে শেখ জামাল রানার্স আপ হয়ে খুশি। তারাও নেমে পড়েছে দল সাজাতে। ঢাকা আবাহনী, শেখ রাসেল ক্রীড়াচক্র, সাইফ স্পোর্টিং, চ. আবাহনী ও ঢাকা মোহামেডানও দল গড়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছে।

সর্বশেষ খবর